West Bardhaman News: অযোধ্যা না গিয়েও পাবেন রামের দর্শন! দুর্গাপুরের এই মন্দির আপনার মন ভরিয়ে দেবে
- Reported by:Nayan Ghosh
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
West Bardhaman News: এখানে কয়েক দশক ধরে রাম সীতা পুজো পেয়ে আসছেন। চাইলে একদিন যেকোনও সময় ঘুরে আসতে পারেন এখান থেকে।
advertisement
1/5

ভগবান রামের দর্শন করতে চান? কিন্তু অযোধ্যা যাওয়ার সময় নেই। তাহলে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ রয়েছে আপনার কাছে। তাও আবার বাড়ির পাশেই।
advertisement
2/5
দুর্গাপুরের বিধাননগর এলাকার পিসিবিএল কলোনিতে রয়েছে রাম সীতা মন্দির। এই মন্দিরটি দীর্ঘদিনের পুরনো। এখানে কয়েক দশক ধরে রাম সীতা পুজো পেয়ে আসছেন। চাইলে একদিন যেকোনও সময় ঘুরে আসতে পারেন এখান থেকে।
advertisement
3/5
বিশাল এলাকার জুড়ে মন্দির চত্বর হলেও, মূল মন্দিরটি বেশ ছিমছাম। সেখানেই রয়েছে পাথরের রাম, সীতা এবং পবন পুত্রের মূর্তি। সুসজ্জিত বিভিন্ন গাছ, ফুলে ভরা বাগানের মাঝে অবস্থিত এই মন্দিরটি বেশ দৃষ্টিনন্দন।
advertisement
4/5
সকাল থেকে এই মন্দির খোলা থাকলেও, ভোগ নিবেদনের পর মন্দির বন্ধ রাখা হয়। আবার খোলা হয় বিকেলে। হয় সন্ধ্যারতি। তারপর আবার মন্দির বন্ধ করে দেওয়া হয়। এখানে পুজো দেওয়ার সুযোগ রয়েছে। প্রসাদ হিসেবে এখানে আপনি পাবেন পায়েস।
advertisement
5/5
ট্রেন অথবা বাস, যে কোনওভাবে আপনি মন্দিরে আসতে পারেন। দুর্গাপুর স্টেশন, স্টেশন বাসস্ট্যান্ড অথবা সিটিসেন্টার থেকে আপনাকে বিধাননগর যাওয়ার বাস ধরতে হবে। নামতে হবে পিসিবিএল কলোনির রাম সীতা মন্দির স্টপেজে। রাস্তা থেকে দু'মিনিটের হাঁটাপথে মন্দির।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: অযোধ্যা না গিয়েও পাবেন রামের দর্শন! দুর্গাপুরের এই মন্দির আপনার মন ভরিয়ে দেবে