Yellow Alert For Rain: দিনের বেলায় দহন জ্বালা জারি, তবুও আশার কথা শোনাচ্ছে হাওয়া অফিস, কালবৈশাখীর ঝড় আসবে ধেয়ে, হু হু হাওয়া, সঙ্গী বৃষ্টি, পয়লা বৈশাখে কেমন থাকবে ওয়েদার
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Yellow Alert For Rain: আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস!
advertisement
1/9

দিঘা: বাংলার দক্ষিণবঙ্গের জেলায়, জেলায় টানা তিন দিন ঝড় বৃষ্টির ইয়েলো অ্যালার্ট৷ সকাল থেকে অসহ্য গরম- আর্দ্রতায় নাকাল হলেও বেলা বাড়লেই আকাশে ঘনাতে পারে কালো মেঘ৷ ধেয়ে আসবে ঘণ্টায় ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঠান্ডা ঝোড়ো হাওয়া৷ Photo- Representative
advertisement
2/9
এদিকে এই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঝড় বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি করেছে আরএমসি কলকাতা৷ Photo- Representative
advertisement
3/9
আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি সেইসঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। কোন কোন জেলায় আবার শিলাবৃষ্টির সতর্কতা দিয়েছে হওয়া অফিস। আপাতত আগামী কয়েক দিন একই রকম থাকবে আবহাওয়া। Photo- Representative
advertisement
4/9
দিনের বেলায় রোদের তাপে গরম আর বিকেল থেকেই বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ো হওয়া চলবে। হাওয়া অফিসে রিপোর্টে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখীর ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
advertisement
5/9
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। আসাম-সংলগ্ন এলাকায় আরও এক ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ-সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আসাম থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা। আর তাতেই হু হু করে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে।
advertisement
6/9
ফলে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। রোদের তাপে গরম অন্যদিকে জলীয় বাষ্পপূর্ণ শীতল বাতাস স্থলভাগে প্রবেশ করায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার। ফলে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা।
advertisement
7/9
রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সকাল থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ। দুপুরের পর থেকে কালবৈশাখীর ঝড় বৃষ্টির সতর্কতা। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করে হাওয়া অফিস।
advertisement
8/9
শনিবার রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় হয়েছে। সোমবারও কালবৈশাখীর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দিঘা হাওয়া অফিস। সকাল থেকেই রোদের ঝাঁঝে জেরবার জেলার পর জেলা৷
advertisement
9/9
হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার। বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা আগামী কয়েকদিন। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Yellow Alert For Rain: দিনের বেলায় দহন জ্বালা জারি, তবুও আশার কথা শোনাচ্ছে হাওয়া অফিস, কালবৈশাখীর ঝড় আসবে ধেয়ে, হু হু হাওয়া, সঙ্গী বৃষ্টি, পয়লা বৈশাখে কেমন থাকবে ওয়েদার