TRENDING:

Yellow Alert For Heavy Rain: ওড়িশা উপকূলে গাঁঠ হয়ে বসে আছে নিম্নচাপ, আরও ৪৮ ঘণ্টা থাকবে বঙ্গোপসাগরে, বেদম বাড়বে শক্তি, সমুদ্র হবে উত্তাল

Last Updated:
Yellow Alert For Heavy Rain: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। শনি ও রবিবার দক্ষিণবঙ্গে ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা। 
advertisement
1/9
ওড়িশা উপকূলে গাঁঠ হয়ে বসে আছে নিম্নচাপ,৪৮ ঘণ্টা থাকবে বঙ্গোপসাগরে, বেদম বৃষ্টি
: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। শুক্রবার বিকেল থেকেই  বিভিন্ন  দক্ষিণবঙ্গের জেলায় বদলাতে শুরু করেছে আবহাওয়া। শনি ও রবিবার দক্ষিণবঙ্গে ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে।
advertisement
2/9
এই নিম্নচাপ অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায়। এই নিম্নচাপ ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এমনই জানিয়েছে। আপাতত এই নিম্নচাপের গতিমুখ রয়েছে ওড়িশা ও অন্ধের উপকূল। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল হবে।
advertisement
3/9
আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুসারে এই নিম্নচাপ বঙ্গোপসাগরের উপর থেকে আগামী ৪৮ ঘণ্টায় আরও সুগভীর নিম্নচাপে পরিণত হবে৷
advertisement
4/9
এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস।
advertisement
5/9
মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের বিভিন্ন সময়ে চলবে। সেই সঙ্গে বজ্রপাতেরও সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপের কারণে সমুদ্রে ঘন্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। ফলে হাওয়া অফিস থেকে মৎস্যজীবীদের বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের শুক্র ও শনিবার সমুদ্র যাত্রায় বারণ করা হয়েছে।
advertisement
6/9
নিম্নচাপের প্রভাবে শুক্রবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাবে। আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃষ্টি ছাড়া বাকি সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী তিন চার দিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
advertisement
7/9
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা হওয়া অফিসের। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস শুক্র ও শনিবার। তবে রাজ্যজুড়ে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার পর্যন্ত।
advertisement
8/9
শুক্রবার সকাল থেকেই দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ রোদ ঝলমলে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে।
advertisement
9/9
৩০ আগস্ট শুক্রবার দিঘার আবহাওয়া থাকবে সর্বোচ্চ ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ শতাংশ। এদিন দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় দুপুরের পর বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিভিন্ন জায়গায়। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Yellow Alert For Heavy Rain: ওড়িশা উপকূলে গাঁঠ হয়ে বসে আছে নিম্নচাপ, আরও ৪৮ ঘণ্টা থাকবে বঙ্গোপসাগরে, বেদম বাড়বে শক্তি, সমুদ্র হবে উত্তাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল