World Day Against Child Labour: ক্যানসারের থেকেও ভয়ঙ্কর! আর ছড়াতে দিলে চলবে না! শিশুরাই এবার রাস্তায় শৈশবের লড়াইয়ে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
World Day Against Child Labour: বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে প্রভাতফেরির মধ্যে দিয়ে সমাজের মানুষের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দিলেন নদিয়ার কৃষ্ণনগর দুটি স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা।
advertisement
1/6

বিশ্ব শিশুশ্রম দিবস দিবস উপলক্ষ্যে সমাজের বুকে বিভিন্ন বার্তা পৌঁছে দিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের প্রত‍‍্যেক ছাত্রছাত্রীরা। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
১২ জুন, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে প্রভাতফেরির মধ‍্যে দিয়ে সমাজের মানুষের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দিলেন কৃষ্ণনগর দুটি স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা।
advertisement
3/6
আর এই বার্তার মধ‍্যে প্রধানত ছিল, যে সমাজের বুকে শিশুরাই হল দেশের প্রধানতম, ভবিষ্যৎ,সমাজের বুকে শিশুশ্রম বর্জন করুন, এছাড়াও ছিল শিশুদেরকে সমাজের কাছে মানুষের মতো মানুষ গড়ে তোলার কথা।
advertisement
4/6
এছাড়াও বিভিন্ন বার্তা নিয়ে আজ এক বিরাট প্রভাত ফেরির মধ‍্যে দিয়ে শোভাযাত্রা করা হয়। আজকের এই প্রভাতফেরি প্রধানত শুরু হয় কৃষ্ণনগর রবীন্দ্রভবন থেকে কৃষ্ণনগর সদর মোড় হয়ে কৃষ্ণনগর নেদেরপাড়া মোড় হয়ে শেষ হয় কৃষ্ণনগর রবীন্দ্রভবনে এসে।
advertisement
5/6
উল্লেখ্য, শিশুশ্রম ভারতবর্ষে একটি ক্যান্সারের মত রোগ, এর ফলে সরাসরি প্রভাব পড়ছে ভবিষ্যৎ প্রজন্মের ওপর। যার কারণেই এদিনের এই অভিনব কর্মসূচি বলে জানান শিক্ষক-শিক্ষিকারা।
advertisement
6/6
শিক্ষক শিক্ষিকারা চান, প্রত্যেক শিশুর শিক্ষা লাভ করা একটি মৌলিক অধিকার। আগের থেকে অনেক বেশি শিশু শ্রমিক বন্ধ করা গেলেও ভবিষ্যতেও যেন কোন একটি জায়গাতেও একটাও শিশু শ্রমিক না দেখা যায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
World Day Against Child Labour: ক্যানসারের থেকেও ভয়ঙ্কর! আর ছড়াতে দিলে চলবে না! শিশুরাই এবার রাস্তায় শৈশবের লড়াইয়ে