World Bamboo Day: 'বাঁশ' নিয়ে বাঙালির হাসি মশকরার শেষ নেই! তবু আজ বিশ্ব বাঁশ দিবস, জানুন এই বিশেষ দিনের গুরুত্ব
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
World Bamboo Day : ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস। বাঁশের অসংখ্য ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদযাপন।
advertisement
1/9

প্রতিবছর ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালন করা হয়। বাঁশের অসংখ্য ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিন উদযাপন করা হয়। বাঁশ শুধুমাত্র একটি উদ্ভিদ নয়, এটি মানুষের দৈনন্দিন জীবন, শিল্প ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। <strong>(ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)</strong>
advertisement
2/9
১৮ সেপ্টেম্বর - বিশ্ব বাঁশ দিবস। বিশ্বব্যাপী বাঁশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ১৮ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। জানেন কেন এই দিনটি পালন করা হয়?
advertisement
3/9
আজ বিশ্ব বাঁশ দিবস। প্রতি বছর ১৮ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ব্যাম্বু ডে পালিত হয়ে থাকে। বাঁশের জন্য যে একটি নির্দিষ্ট দিন থাকতে পারে, এটা হয়ত আমাদের অনেকেরই আশ্চর্য লাগে।
advertisement
4/9
জানা গিয়েছে, প্রকৃতিতে বাঁশকে বাঁচিয়ে রাখার জন্য এবং বাঁশ শিল্পকেও উৎসাহিত করার জন্য এরকম একটি দিন ভাবা হয়েছে। বাঁশের অর্থনৈতিক গুরুত্বও অসীম। ২০০৯ সালে ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশন আয়োজিত অষ্টম ওয়ার্ল্ড ব্যাম্বু কংগ্রেসে এই আন্তর্জাতিক বংশ দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্যাংককে।
advertisement
5/9
প্রকৃতির দিক থেকে বাঁশের উপযোগিতা বিপুল। আদিবাসী কৌম জনজীবন নানা উদ্ভিদের মতো বাঁশের ওপরও নিবিড় ভাবে নির্ভরশীল। তাদের নিত্যদিনের জীবনের সঙ্গে বাঁশ ও বাঁশ শিল্প নানা ভাবে বিজড়িত।
advertisement
6/9
পৃথিবীতে যে সব উদ্ভিদ দ্রুত বাড়ে, বাঁশ তাদের অন্যতম। বাঁশ খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়, কাঠের বিকল্প হিসেবে বাঁশের বিপুল ব্যবহার আছে। বাড়িঘর তৈরির ক্ষেত্রে বাঁশের ব্যবহার রয়েছে। হস্তশিল্পের ক্ষেত্রেও বাঁশের বিচিত্র ব্যবহার ও উপযোগিতা রয়েছে।
advertisement
7/9
সব চেয়ে বড় কথা, যত্ন করে রোপণ করে, কীটনাশক বা রাসায়নিক সার দিয়ে, জল দিয়ে যত্ন করে বড় করে তুলতে হয় না বাঁশ।
advertisement
8/9
বাঁশের অসংখ্য পাতা ঝরে পড়ে, আর এই শুকনো পাতা মাটির পক্ষে অত্যন্ত উপকারী। মাটিকে উর্বর করার ক্ষেত্রে এর কার্যকারিতা রয়েছে। মাটি সংরক্ষণের ক্ষেত্রেও বাঁশের বিপুল উপযোগিতা। জীববৈচিত্র্য রক্ষার জন্যও বাঁশের উপযোগিতা বিপুল।
advertisement
9/9
বাঁশ শব্দটিকে নিয়ে বাঙালির হাসি মশকরার শেষ নেই। 'বাঁশ দেওয়া' কে নিয়ে বাঙালি তার চায়ের আড্ডায় হাসির পাত্র করে তোলে। 'বাঁশ' শব্দটিকে অবশ্য আরও নানা আঙ্গিকে ব্যবহার করা হয়। তবে, এই আশ্বিনে বাঁশ বাঙালির কাছে সম্পূর্ণ অন্য অনুষঙ্গ বয়ে আনে। বাড়ির বাইরে ক্লাবের সামনে মাঠে বা ক্লাবে রাস্তার ধারে বাঁশের স্তূপ দেখে এখন বাঙালির মন আনন্দে নেচে ওঠে। কেননা এ সব বাঁশ প্যান্ডেল তৈরির বাঁশ। আর কিছু দিন পরেই পুজো। বাঙালির সব চেয়ে বড় উৎসব। <strong>(ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
World Bamboo Day: 'বাঁশ' নিয়ে বাঙালির হাসি মশকরার শেষ নেই! তবু আজ বিশ্ব বাঁশ দিবস, জানুন এই বিশেষ দিনের গুরুত্ব