Women's Day 2025: অপরাধীরা ভয়ে কাঁপে! হাতে বন্দুক নিয়ে দক্ষ শ্যুটার! DIG অঞ্জলির আখ্যান সাহস জোগাবে
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Women's Day 2025: অঞ্জলি সিং রাজ্য মহিলা প্রশাসনিক আধিকারিকদের মধ্যে অন্যতম নাম। ২০০৯ আইপিএস ব্যাচের এই দক্ষ অফিসার বর্তমানে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল(ডি.আই.জি)। সাইবার ক্রাইম পদে কর্মরত।
advertisement
1/6

যেন নারীদের অনুপ্রেরণা রাজ্যের এই মহিলা আই.পি.এস। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি তুখোর নিশানায় অপরাধীদের সন্ত্রাস হয়ে ওঠেন।
advertisement
2/6
অঞ্জলি সিং রাজ্য মহিলা প্রশাসনিক আধিকারিকদের মধ্যে অন্যতম নাম। ২০০৯ আইপিএস ব্যাচের এই দক্ষ অফিসার বর্তমানে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল(ডি.আই.জি)। সাইবার ক্রাইম পদে কর্মরত।
advertisement
3/6
কঠোর প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি, তিনি একজন জাতীয় স্তরের দক্ষ শ্যুটারও। ইস্ট জোন শ্যুটিং কম্পিটিশন ২০২৪-এ ব্রোঞ্জ জয় করে নজর কাড়েন তিনি।
advertisement
4/6
শ্যুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পুরস্কারও অর্জন করেছেন তিনি। অঞ্জলি সিং আলিপুরের পুলিশ ট্রেনিং স্কুলে অত্যাধুনিক শুটিং রেঞ্জে নিয়মিত অনুশীলন করেন বলেও জানা গিয়েছে।
advertisement
5/6
পাশাপাশি রাজ্যের পুলিশ কর্মীদেরও তিনি আধুনিক শ্যুটিং প্রশিক্ষণ দিয়ে থাকেন। কীভাবে ধরতে হয় বন্দুক, কীভাবে নির্দিষ্ট লক্ষ্যে টার্গেটকে শট করা যায়, বন্দুক চালানোর ক্ষেত্রে টেকনিকের সঙ্গে কতটা মানসিক শক্তির প্রয়োজন পুলিশ কর্মীদের শিখিয়ে দেন এই পুলিশ আধিকারিক।
advertisement
6/6
মহিলাদের নিরাপত্তায় শ্যুটিংয়ের মতো কৌশল প্রশিক্ষণের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেক মহিলাই এখন অঞ্জলির মতো লড়াকু মানসিকতা তৈরি করার ইচ্ছা প্রকাশ করছেন। অনেকেই আবার সন্তানদের এমন হওয়ার উদাহরণ দিচ্ছেন। তাই নারী দিবসে এমন মহিলাকে কুর্নিশ জানানোই যায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Women's Day 2025: অপরাধীরা ভয়ে কাঁপে! হাতে বন্দুক নিয়ে দক্ষ শ্যুটার! DIG অঞ্জলির আখ্যান সাহস জোগাবে