TRENDING:

জাল বোনে না, নেকড়ের মতো শিকার করে 'এই' মাকড়সা! সাগরদ্বীপে খোঁজ মিলল 'সাইলেন্ট হান্টার'-এর

Last Updated:
Wolf Spider: জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-র প্রাণীবিজ্ঞানীরা ভারতে এই প্রথম এই প্রজাতির মাকড়সার সন্ধান পেলেন সুন্দরবনের সাগরদ্বীপে। এই আবিষ্কারের কথা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রাণীবিজ্ঞান সংক্রান্ত পত্রিকা 'জুটাক্সা'-তে।
advertisement
1/6
জাল বোনে না, নেকড়ের মতো শিকার করে...! সাগরদ্বীপে খোঁজ মিলল 'সাইলেন্ট হান্টার' মাকড়সার
সাগরদ্বীপে খোঁজ মিলল 'সাইলেন্ট হান্টার' মাকড়সার। শিকারি এই মাকড়সা 'পিরাটুলা অ্যাকিউমিনাটা' প্রাণীবিজ্ঞানীদের কাছে পরিচিত উলফ স্পাইডার বা নেকড়ে মাকড়সা নামে।
advertisement
2/6
জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-র প্রাণীবিজ্ঞানীরা ভারতে এই প্রথম এই প্রজাতির মাকড়সার সন্ধান পেলেন সুন্দরবনের সাগরদ্বীপে। এই আবিষ্কারের কথা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রাণীবিজ্ঞান সংক্রান্ত পত্রিকা 'জুটাক্সা'-তে।
advertisement
3/6
জেডএসআই-র দুই প্রাণীবিজ্ঞানী সৌভিক সেন ও পিপি সুধীন এবং কোচিনের সেক্রেড হার্ট কলেজের প্রদীপ এম শঙ্করণের মিলিত অনুসন্ধানে এই প্রথম ভারত ভূখণ্ড থেকে এমন প্রজাতির মাকড়সার খোঁজ পেয়েছেন।
advertisement
4/6
মাঝারি আকারের এই মাকড়সার প্রায় ৮-১০ মিলিমিটার লম্বা হয়। এদের দেহে ফ্যাকাসে ক্রিম রঙের উপর বাদামি এবং সাদা দাগ ও পশ্চাদ্দেশে দুটি হালকা বাদামি ডোরা লক্ষ্য করা যায়।
advertisement
5/6
তবে এই মাকড়সার শারীরিক গঠন একটু অন্যরকম। জেডএসআই-র গবেষকরা কয়েক সপ্তাহ ধরে এর গঠনগত বিশ্লেষণ করে তবে এই প্রজাতির নতুনত্ব নিয়ে নিশ্চিত হয়েছেন।
advertisement
6/6
সাগর দ্বীপ থেকে উদ্ধার হওয়া এই মাকড়সা দ্রুতগতি সম্পন্ন। অন্যান্য প্রাণীদের ধোঁকা দিতে সক্ষম। আপতত এই মাকড়সা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
জাল বোনে না, নেকড়ের মতো শিকার করে 'এই' মাকড়সা! সাগরদ্বীপে খোঁজ মিলল 'সাইলেন্ট হান্টার'-এর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল