জাল বোনে না, নেকড়ের মতো শিকার করে 'এই' মাকড়সা! সাগরদ্বীপে খোঁজ মিলল 'সাইলেন্ট হান্টার'-এর
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Wolf Spider: জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-র প্রাণীবিজ্ঞানীরা ভারতে এই প্রথম এই প্রজাতির মাকড়সার সন্ধান পেলেন সুন্দরবনের সাগরদ্বীপে। এই আবিষ্কারের কথা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রাণীবিজ্ঞান সংক্রান্ত পত্রিকা 'জুটাক্সা'-তে।
advertisement
1/6

সাগরদ্বীপে খোঁজ মিলল 'সাইলেন্ট হান্টার' মাকড়সার। শিকারি এই মাকড়সা 'পিরাটুলা অ্যাকিউমিনাটা' প্রাণীবিজ্ঞানীদের কাছে পরিচিত উলফ স্পাইডার বা নেকড়ে মাকড়সা নামে।
advertisement
2/6
জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-র প্রাণীবিজ্ঞানীরা ভারতে এই প্রথম এই প্রজাতির মাকড়সার সন্ধান পেলেন সুন্দরবনের সাগরদ্বীপে। এই আবিষ্কারের কথা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রাণীবিজ্ঞান সংক্রান্ত পত্রিকা 'জুটাক্সা'-তে।
advertisement
3/6
জেডএসআই-র দুই প্রাণীবিজ্ঞানী সৌভিক সেন ও পিপি সুধীন এবং কোচিনের সেক্রেড হার্ট কলেজের প্রদীপ এম শঙ্করণের মিলিত অনুসন্ধানে এই প্রথম ভারত ভূখণ্ড থেকে এমন প্রজাতির মাকড়সার খোঁজ পেয়েছেন।
advertisement
4/6
মাঝারি আকারের এই মাকড়সার প্রায় ৮-১০ মিলিমিটার লম্বা হয়। এদের দেহে ফ্যাকাসে ক্রিম রঙের উপর বাদামি এবং সাদা দাগ ও পশ্চাদ্দেশে দুটি হালকা বাদামি ডোরা লক্ষ্য করা যায়।
advertisement
5/6
তবে এই মাকড়সার শারীরিক গঠন একটু অন্যরকম। জেডএসআই-র গবেষকরা কয়েক সপ্তাহ ধরে এর গঠনগত বিশ্লেষণ করে তবে এই প্রজাতির নতুনত্ব নিয়ে নিশ্চিত হয়েছেন।
advertisement
6/6
সাগর দ্বীপ থেকে উদ্ধার হওয়া এই মাকড়সা দ্রুতগতি সম্পন্ন। অন্যান্য প্রাণীদের ধোঁকা দিতে সক্ষম। আপতত এই মাকড়সা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
জাল বোনে না, নেকড়ের মতো শিকার করে 'এই' মাকড়সা! সাগরদ্বীপে খোঁজ মিলল 'সাইলেন্ট হান্টার'-এর