Winter Weather Updates: মকর সংক্রান্তির আগে কি বৃষ্টি হবে? দক্ষিণবঙ্গে কেমন থাকবে শীত? জানুন বড় আপডেট
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Winter Weather Updates: এক ঝটকায় আবহাওয়ার বড় রদবদল! আবহাওয়া নিয়ে বিরাট আপডেট হওয়া অফিসের! জানুন
advertisement
1/7

শীতের আমেজ বেশ জমিয়ে উপভোগ করতে পারছে দক্ষিণবঙ্গবাসী। বিগত দিনের তুলনায় তাপমাত্রার পারদ বেশ খানিকটা নিম্নমুখী জেলায়। শীতের দাপট যথেষ্ট রয়েছে। হাড় কাঁপানো শীত না পড়লেও তীব্র শীত রয়েছে জেলায়।
advertisement
2/7
তাপমাত্রার পারদ আরও অনেকটা নিম্নমুখী হবে আগামী দিনে। এদিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।
advertisement
3/7
শীতের আমেজ যথেষ্ট রয়েছে জেলায়। শুধু জেলাবাসী নয় পর্যটক এরাও এই শীত যথেষ্ট উপভোগ করছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই জেলায়। শীত যথেষ্ট উপভোগ করছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।
advertisement
4/7
শীতের দাপট রয়েছে যথেষ্ট। এরই পাশাপাশি থাকছে কুয়াশার প্রভাব। দক্ষিণের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া , পূর্ব মেদিনীপুর , বীরভূম, নদিয়া জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে সকালের দিকে।
advertisement
5/7
শীতের প্রভাব যথেষ্টই থাকবে এই জেলাগুলিতে। তবে বৃষ্টি হবে না আগামী বুধবার পর্যন্ত এমনটাই পূর্বাভাস মিলেছে। উত্তরে জেলাগুলিতেও শীত যথেষ্ট থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
advertisement
6/7
কুয়াশার দাপট রয়েছে উত্তরে। তবে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বভাস নেই। উত্তরের জেলাগুলিতে শীত যথেষ্ট থাকছে।
advertisement
7/7
শীতের দাপট বাড়ছে সর্বত্র। উত্তর থেকে দক্ষিণ শীতের অনুভূতি রয়েছে। মকর সংক্রান্তিতেও শীত যথেষ্ট থাকবে। বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত। জেলা পুরুলিয়াতেও চেটেপুটে শীত উপভোগ করছে সকলে। (তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Winter Weather Updates: মকর সংক্রান্তির আগে কি বৃষ্টি হবে? দক্ষিণবঙ্গে কেমন থাকবে শীত? জানুন বড় আপডেট