Weather Update: শুক্র পর্যন্ত রাজ্যজুড়ে দুর্যোগ! কোন কোন জেলা ভাসবে বৃষ্টিতে? শীত কি আরও বাড়বে?
- Published by:Salmali Das
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update: আজ বেলার দিক থেকে আবহাওয়ার পরিবর্তন। আজ থেকে বৃষ্টি শুরু রাজ্যে। অসময়ের এই বৃষ্টিতে ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতি আশঙ্কা।
advertisement
1/15

আজ বেলার দিক থেকে আবহাওয়ার পরিবর্তন। আজ থেকে বৃষ্টি শুরু রাজ্যে। অসময়ের এই বৃষ্টিতে ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতি আশঙ্কা। বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার। দার্জিলিঙে ফের তুষারপাতের হাতছানি।
advertisement
2/15
ঘন কুয়াশার সর্তকতা কয়েকটি জেলায়। তাপমাত্রা ক্রমশ বাড়বে। কমবে শীতের দাপট। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙ কালিম্পং এবং পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
advertisement
3/15
মালদা ও দিনাজপুর এবং বীরভূম মুর্শিদাবাদে মাঝারি থেকে ঘন কুয়াশা। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ; কোথাও আংশিক মেঘলা আকাশ।
advertisement
4/15
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/15
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা কাল মঙ্গলবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ বাংলাদেশের একটি ঘূর্ণবাত্য তৈরি হয়েছে আরও একটি গুণ আবর্তন রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে; শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত।
advertisement
6/15
আজও ঘন কুয়াশা সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ-সহ সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। আজ বেলার দিক থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে কমবে, উত্তরে হাওয়ার পরিমাণ।
advertisement
7/15
বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আর পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।
advertisement
8/15
আজ বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন। উত্তুরে হওয়ার দাপট কমবে; বাড়বে পূবালী হাওয়ার প্রভাব। মেঘলা আকাশের সম্ভাবনা; বাড়বে তাপমাত্রা।
advertisement
9/15
২-৩ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ দুটোই বেশি থাকবে।
advertisement
10/15
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
advertisement
11/15
বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্র এবং শনিবারে ও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা তে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
12/15
বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। বিহার সংলগ্ন কিছু অংশে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে। ঘন কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা।
advertisement
13/15
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে।
advertisement
14/15
মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
15/15
শুক্র-শনিবার দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং এ। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: শুক্র পর্যন্ত রাজ্যজুড়ে দুর্যোগ! কোন কোন জেলা ভাসবে বৃষ্টিতে? শীত কি আরও বাড়বে?