Winter Weather Update: শৈত্যপ্রবাহের সর্তকতা জারি দক্ষিণের এই জেলাগুলিতে, রাতে নামতে পারে আরও পারদ!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Winter Weather Update: শুরু হয়ে গিয়েছে শীতের দ্বিতীয় ইনিংস। তীব্র ঠাণ্ডার দাপটে কাবু দক্ষিণবঙ্গের মানুষেরা। দক্ষিণের বেশকিছু জেলা, শৈত্যপ্রবাহ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
advertisement
1/7

জাঁকিয়ে শীত পড়েছে গোটা রাজ্যে। হাঁড় কাঁপানো ঠাণ্ডার আমেজ উপভোগ করতে পারছে গোটা দক্ষিণবঙ্গের মানুষেরা। জেলা পুরুলিয়ার তাপমাত্রার পারদ এক ঝটকায় অনেকখানি কমে গিয়েছে।
advertisement
2/7
শীতে জুবুথবু গোটা জেলার মানুষ। সকাল থেকে হালকা রোদের দাপটের সঙ্গে সঙ্গে বইছে হাওয়া। বেলা গড়াতেই তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী হচ্ছে।
advertisement
3/7
এইদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। জেলার সবচেয়ে শীতলতম দিন বলে জানা গিয়েছে কৃষি দফতর সূত্রে।
advertisement
4/7
শুরু হয়ে গিয়েছে শীতের দ্বিতীয় ইনিংস। তীব্র ঠাণ্ডার দাপটে কাবু দক্ষিণবঙ্গের মানুষেরা। দক্ষিণের বেশকিছু জেলা, শৈত্যপ্রবাহ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
advertisement
5/7
তালিকায় থাকছে পুরুলিয়া , পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বেশ কিছু অংশ।বর্তমানে অবাধে উত্তুরে হাওয়া ঢুকছে রাজ্যে। আর তাতেই কমেছে তাপমাত্রা। তবে বুধবার থেকে বৃষ্টি হানা দিতে পারে দক্ষিণের বেশ কয়েকটি জেলায় এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
advertisement
6/7
ক্রমশই তাপমাত্রার পারদ কমছে উত্তরের জেলাগুলিতে। উত্তরবঙ্গের, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে। জারি হয়েছে সতর্কতা। উত্তরের বেশ কয়েকটি জেলায় তুষারপাতার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস মিলেছে।
advertisement
7/7
পৌষ সংক্রান্তিতের মাঝেই তাপমাত্রার বিরাট পতন হতে দেখা গেছে গোটা রাজ্যেই। শীতের আমেজ সেই ভাবে বিগত দিনে উপভোগ করতে না পারলেও বর্তমানে জমিয়ে শীত উপভোগ করছে দক্ষিণের মানুষেরা। তবে তা কতদিন ক্ষণস্থায়ী হবে সে বিষয়ে বিশেষ কোনও পূর্বভাস মেলেনি অফিস সূত্রে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Winter Weather Update: শৈত্যপ্রবাহের সর্তকতা জারি দক্ষিণের এই জেলাগুলিতে, রাতে নামতে পারে আরও পারদ!