Winter Weather Update: শীতে কাঁপছে বঙ্গ! পুরুলিয়ার টেক্কা সব জেলাকে! কবে কমবে ঠান্ডা? কী বলছে হাওয়া অফিস
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Winter Weather Update: এবছর ঠান্ডায় ভাল ব্যাটিং করছে পুরুলিয়াও। এদিন সকালে পুরুলিয়াতে কুয়াশার দাপট বেশ খানিকটা বেশি।
advertisement
1/6

বছরের শুরুতেই জাঁকিয়ে শীত। পৌষ সংক্রান্তিতে বাংলায় শীতের দাপট। পশ্চিমের জেলায় শৈত্যপ্রবাহ। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কিছু অংশে শীতের দাপট।
advertisement
2/6
চলতি বছর, তাপমাত্রায় দার্জিলিংয়ের সঙ্গে টক্কর পুরুলিয়ার। দার্জিলিং, পুরুলিয়া দুই জায়গাতেই তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/6
প্রতিবছরই শীতে স্বমহিমায় থাকে শৈলরানি। পারদ থাকছে ৬ ডিগ্রির আশেপাশে। তবে, একেবারে ঝা চকচক করছে আকাশ। শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পরিষ্কার।
advertisement
4/6
তবে, এবছর ঠান্ডায় ভাল ব্যাটিং করছে পুরুলিয়াও। এদিন সকালে পুরুলিয়াতে কুয়াশার দাপট বেশ খানিকটা বেশি।
advertisement
5/6
ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়তেই বাড়ছে উত্তুরে হিমেল বাতাসের প্রভাব। তবে, আর দু-দিন থাকবে এই শীত।
advertisement
6/6
হাওয়া অফিসের খবর অনুসারে, বুধ-বৃহস্পতিবার থেকে কমে যাবে ঠান্ডা। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Winter Weather Update: শীতে কাঁপছে বঙ্গ! পুরুলিয়ার টেক্কা সব জেলাকে! কবে কমবে ঠান্ডা? কী বলছে হাওয়া অফিস