Winter Travel: মহিষাদল রাজবাড়িতে গেলেই রাজার হালে খাওয়া-দাওয়া! ১০ টাকা থেকে শুরু!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Winter Travel: রাজবাড়ি ঘোরার পাশাপাশি রাজার হালের খাওয়া দাওয়া চান? চলে আসুন কলকাতা থেকে মাত্র ১১৫ কিলোমিটার দূরে মহিষাদল রাজবাড়ি।
advertisement
1/7

সেজে উঠেছে মহিষাদল রাজবাড়িতে
advertisement
2/7
মহিষাদল রাজবাড়ি, সংগ্রহশালা, পুষ্করিণী, আম্রকুঞ্জ দেখতে রাজ্য, ভিনরাজ্য দেশ বিদেশ থেকে বহু পর্যটকের আনাগোনা। পর্যটকদের কথা ভেবে পুজোয় ফুলবাগ প্যালেসের সামনে গড়ে তোলা হয়েছে
advertisement
3/7
সারাবছর পর্যটকদের আনাগোনা থাকলেও শীতের সময় পর্যটকদের সংখ্যা অনেক বেড়ে যায়। আগত পর্যটকদের কথা ভেবে এবার ক্যাফে কাম ফ্যামিলি রেস্টুরেন্ট পরিষেবা চালু হয়েছে।
advertisement
4/7
চা, কফি থেকে শুরু করে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সম্ভার রয়েছে। ১০ টাকা থেকে ৫০০ টাকা দামের খাবার মিলবে এখানে।
advertisement
5/7
রাজবাড়ি প্রাচীন বৃক্ষের তলায় আলোক ঝলমলে পরিবেশে মধুর গানে আপনার মনে ভরে যাবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত ক্যাফে খোলা থাকছে।সম্পূর্ণ মহিলা দ্বারা খাবার পরিবেশন করা হয়।
advertisement
6/7
ক্যাফের দায়িত্বে থাকা ব্যক্তি মহিষাদল রাজবাড়ী পরিদর্শন করতে বহু পর্যটক আসেন। কাছেপিঠে খাবারের দোকান নেই। সমস্যায় পড়েন পর্যটকরা। তাদের কথা ভেবেই আমরা ক্যাফে চালু করেছি।
advertisement
7/7
সামনেই শীতের পর্যটন মরশুম। বহু সংখ্যক পর্যটক রাজবাড়িতে আসেন। এবার বেড়ানোর আনন্দের পাশাপাশি রাজকীয় ঘরনায় খাবারদাবার পর্যটকদের বেড়ানোর আনন্দকে দ্বিগুণ করবে এই 'রাজার হালে ক্যাফে'।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Winter Travel: মহিষাদল রাজবাড়িতে গেলেই রাজার হালে খাওয়া-দাওয়া! ১০ টাকা থেকে শুরু!