TRENDING:

Momo: মোমো খেলেই জিতে নিতে পারবেন আস্ত একটা সাইকেল! অভিনব অফারে চমক, ভিড় জমে যাচ্ছে দোকানে

Last Updated:
Momo : এই দোকানে এক ছাদের তলায় মিলছে নানা স্বাদের ও নানা পদের মোমো। ভেজ, চিকেন থেকে শুরু করে স্পেশাল ফিউশন মোমো—সব ধরনের মোমোই এখানে পাওয়া যাচ্ছে। স্বাদে যেমন বৈচিত্র্য, তেমনই মান বজায় রাখার দিকেও বিশেষ নজর দিচ্ছে দোকান কর্তৃপক্ষ।
advertisement
1/6
মোমো খেলেই জিতে নিতে পারবেন আস্ত একটা সাইকেল! অভিনব অফারে চমক
বসিরহাটে মোমোপ্রেমীদের জন্য এবার দারুণ চমক নিয়ে হাজির হয়েছে এক অভিনব উদ্যোগ। শহরের ইটিন্ডা রোডের পুরাতন বাজার এলাকায়, ভি-মার্টের ঠিক সামনে অবস্থিত “কলকাতা টেস্টি মোমো” দোকানে শুরু হয়েছে বিশেষ আকর্ষণীয় অফার, যা ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে।
advertisement
2/6
এই দোকানে এক ছাদের তলায় মিলছে নানা স্বাদের ও নানা পদের মোমো। ভেজ, চিকেন থেকে শুরু করে স্পেশাল ফিউশন মোমো—সব ধরনের মোমোই এখানে পাওয়া যাচ্ছে। স্বাদে যেমন বৈচিত্র্য, তেমনই মান বজায় রাখার দিকেও বিশেষ নজর দিচ্ছে দোকান কর্তৃপক্ষ।
advertisement
3/6
শুধু মোমোতেই সীমাবদ্ধ নয় “কলকাতা টেস্টি মোমো”। মোমোর পাশাপাশি রয়েছে একাধিক জনপ্রিয় স্ন্যাক্স আইটেম, যা শিশু-কিশোর থেকে শুরু করে বড়দেরও বেশ পছন্দের। ফলে বন্ধুদের আড্ডা হোক কিংবা পরিবার নিয়ে হালকা খাওয়া—সব ক্ষেত্রেই এই দোকান হয়ে উঠছে পছন্দের ঠিকানা।
advertisement
4/6
সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই দোকানের বিশেষ লাকি ড্র অফার। এই দোকান থেকে মাত্র ১০০ টাকার যেকোনো খাবার কিনলেই মিলছে একটি কুপন। সেই কুপনের মাধ্যমেই অংশ নেওয়া যাবে লটারিতে, যা ক্রেতাদের মধ্যে আলাদা উত্তেজনা সৃষ্টি করেছে।
advertisement
5/6
দোকান কর্তৃপক্ষ জানাচ্ছেন, নির্দিষ্ট একটি দিনে এই কুপনগুলির মাধ্যমে লটারি ড্র অনুষ্ঠিত হবে। লটারিতে বিজয়ীদের জন্য থাকছে সাইকেল, ডিনার সেট সহ একাধিক আকর্ষণীয় উপহার, যা এই অফারকে আরও লোভনীয় করে তুলেছে।
advertisement
6/6
এই অভিনব উদ্যোগের ফলে বসিরহাটের খাবারের বাজারে নতুন রঙ লেগেছে বলেই মনে করছেন স্থানীয়রা। স্বাদ, বৈচিত্র্য ও পুরস্কারের হাতছানি—সব মিলিয়ে “কলকাতা টেস্টি মোমো” এখন বসিরহাটের খাদ্যরসিকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Momo: মোমো খেলেই জিতে নিতে পারবেন আস্ত একটা সাইকেল! অভিনব অফারে চমক, ভিড় জমে যাচ্ছে দোকানে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল