TRENDING:

Digha: ভয়ানক, মাছের বদলে জ্যান্ত এ কী তুলে আনলেন মৎস্যজীবীরা! তোলপাড় দিঘা

Last Updated:
Digha: বুনো শুকরকে সমুদ্রে ডুবতে দেখে নিজেদের জালে ধরে ডাঙায় তুলে এনেছেন দিঘার মৎস্যজীবিরা।
advertisement
1/5
ভয়ানক, মাছের বদলে জ্যান্ত এ কী তুলে আনলেন মৎস্যজীবীরা! তোলপাড় দিঘা
সামুদ্রিক মাছ নয়, মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল আস্ত একটা জীবন্ত বন্য শুকর। আসলে বুনো শুকরকে সমুদ্রে ডুবতে দেখে নিজেদের জালে ধরে ডাঙায় তুলে এনেছেন দিঘার মৎস্যজীবীরা। (তথ্য ও ছবি: সুজিত ভৌমিক)
advertisement
2/5
যা ঘিরে আজ হইচই শুরু হয়েছে দিঘা মোহনায়। মৎস্যজীবীদের জালে পড়া বুনো শুকরটিকে দেখতে উৎসাহীরা ভীড় জমিয়েছেন সমুদ্র তীরে। বন দপ্তরকে খবর দিয়ে তাদের হাতে বুনো শুয়োরটিকে তুলেও দিয়েছেন মৎস্যজীবীরা। (তথ্য ও ছবি: সুজিত ভৌমিক)
advertisement
3/5
চিকিৎসার পর পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে বুনো শুকরটিকে ছেড়ে দেওয়া হবে বলে দিঘার বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন। তবে, বিষয়টি নিয়ে দিঘায় আলোড়ন পড়েছে যথেষ্টই। (তথ্য ও ছবি: সুজিত ভৌমিক)
advertisement
4/5
দিঘার সমুদ্রে মাঝেমধ্যেই নানান আকর্ষণীয় জিনিস ধরা পড়ে। মাস কয়েক আগেই দিঘা সমুদ্রে ‘মা বাসন্তী’ ট্রলারের মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল ৩৩টি তেলিয়া-ভোলা মাছ। নিলামে মাছগুলির দাম ওঠে প্রায় ৫৫ লাখ টাকা। (তথ্য ও ছবি: সুজিত ভৌমিক)
advertisement
5/5
তবে, গোটা বাংলাতে যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, দিঘাও তার বাইরে নয়। কড়া বিধিনিষেধের কারণে দিঘা কার্যত পর্যটকশূন্য। তবু, তারই মধ্যে এখনও যত মানুষ দিঘায় রয়েছেন, তাঁরাই এদিন ভিড় জমান ওই বুনো শুয়োর দেখতে। (তথ্য ও ছবি: সুজিত ভৌমিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: ভয়ানক, মাছের বদলে জ্যান্ত এ কী তুলে আনলেন মৎস্যজীবীরা! তোলপাড় দিঘা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল