Wide Spread Rain Alert: যখন-তখন আকাশ হবে কালো, বাজের আওয়াজে কাঁপবে হৃদয়, ওয়াইড স্প্রেড রেনে তোলপাড় বাংলায়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Wide Spread Rain Alert: উত্তরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে! দক্ষিণেও জারি থাকবে বৃষ্টির মেগা দাপট থাকবে জারি৷ এই সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া
advertisement
1/15

এখনও বাংলাদেশের উপরই বিস্তৃত রয়েছে নিম্নচাপ৷ তবে দ্রুত এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে সরে যাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে৷ মৌসুমী অক্ষরেখাও নিজের স্থানে অবস্থান করে রয়েছে৷
advertisement
2/15
আপাতত রাজ্যের জেলাগুলিতে বৃষ্টি চলবে, এমনই পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর।আজ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/15
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
4/15
বুধবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাতে।
advertisement
5/15
বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলায় ৷ আর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।
advertisement
6/15
শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা এবং উত্তর দিনাজপুরে ৷ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ৷ শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
7/15
এখনই বৃষ্টির হাত থেকেই রেহাই নেই! দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা হওয়া অফিসের। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে নিম্নচাপ।
advertisement
8/15
এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতেরও সর্তকতা দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির চলবে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
advertisement
9/15
বাংলাদেশের উপকূল থেকে সরে এসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় আরও শক্তিশালী হবে নিম্নচাপটি। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলায়ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
10/15
কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া-সহ প্রতিটি জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমে জেলার পাশাপাশি বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
advertisement
11/15
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপটি ঝাড়খন্ড অভিমুখে সরে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে ঝাড়খন্ড অভিমুখে নিম্নচাপটি অগ্রসর হতে দু-তিন দিন সময় লাগতে পারে বলে জানায় হাওয়া অফিস।
advertisement
12/15
স্বাভাবিকভাবেই আগামী দু-তিন দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। নিম্নচাপের ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার পাশাপাশি ঝাড়খন্ডে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির সম্ভাবনা তৈরি হতে পারে।
advertisement
13/15
নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে বইছে ঝোড়ো হাওয়া। একদিকে পূর্ণিমার কোটাল অন্যদিকে ঝড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র।
advertisement
14/15
নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও মেঘলা আকাশ। ২০ আগস্ট মঙ্গলবার দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
15/15
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ শতাংশ। মঙ্গলবার জেলা জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কয়েক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টি পূর্বাভাস অফিসের। উইকেন্ড-এর আগে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Wide Spread Rain Alert: যখন-তখন আকাশ হবে কালো, বাজের আওয়াজে কাঁপবে হৃদয়, ওয়াইড স্প্রেড রেনে তোলপাড় বাংলায়