Sundarbans: শুধু পেটের দায় নয়! প্রাণের ঝুঁকি সত্ত্বেও মৎসজীবীরা কেন সুন্দরবনের জঙ্গলে যান? জেনে নিন 'সেই' কারণ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Sundarbans: এখানে বাঘ ও কুমিরের আক্রমণের ভয় থাকে। সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে এখনও পর্যন্ত দুই শতাধিক মৎস্যজীবী বাঘের আক্রমণে নিহত ও আহত হয়েছেন। তা সত্ত্বেও কেন মৎস্যজীবীরা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে যান?
advertisement
1/6

প্রতি পদে বিপদ! তা সত্ত্বেও উপায় নেই! মৎস্যজীবীরা মূলত জীবিকা নির্বাহের জন্য জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে যান। এই অঞ্চলে তাঁদের অন্য কোনও বিকল্প আয়ের উৎস খুব কম বা নেই বললেই চলে। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
2/6
সুন্দরবনের নদী, খাঁড়ি ও জঙ্গল থেকে সংগৃহীত মাছ, কাঁকড়া এবং মধু স্থানীয় দরিদ্র মানুষদের আয়ের প্রধান উৎস। বংশ পরম্পরায় এই কাজ করেই তাঁরা সংসার চালান। নোনা জলের কারণে এখানে সেভাবে কৃষিকাজ সম্ভব নয়। তবে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এবং এর জলভাগ নানা প্রকারের মাছ, চিংড়ি, কাঁকড়া ও মূল্যবান খলিসা ফুলের মধুর ভাণ্ডার।
advertisement
3/6
'মৌলে' নামে পরিচিত এখানকার মানুষরা বন বিভাগের বৈধ অনুমতি পাস নিয়ে মধু সংগ্রহ করেন। এই অঞ্চলে বেকারত্ব অনেক বেশি। সরকারের পক্ষ থেকে বা অন্য কোনও ভাবে পর্যাপ্ত বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় নিষেধাজ্ঞা বা বিপদের তোয়াক্কা না করেই তাঁদের জঙ্গলে প্রবেশ করতে হয়।
advertisement
4/6
বহু পরিবার প্রজন্ম ধরে এই কাজের সঙ্গে যুক্ত। তাঁদের পেশাগত দক্ষতা এবং জীবনধারা সুন্দরবনের বনের সম্পদের উপর নির্ভরশীল। সুন্দরবনের মৎস্যজীবী সহ এই মানুষদের জঙ্গলে প্রবেশের মূল কারণ হল দারিদ্র্য, বিকল্প কাজের অভাব এবং বংশগত পেশার ওপর সম্পূর্ণ নির্ভরতা।
advertisement
5/6
তাঁদের এই জীবনযাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এখানে প্রতি পদে বাঘ ও কুমিরের আক্রমণের ভয় থাকে। সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে এখনও পর্যন্ত দুই শতাধিক মৎস্যজীবী বাঘের আক্রমণে নিহত ও আহত হয়েছেন। তা সত্ত্বেও মৎস্যজীবীরা জঙ্গলমুখী।
advertisement
6/6
অনেক জেলে মহাজন বা বেসরকারি সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিয়ে থাকেন। সেই ঋণ পরিশোধের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে বেশি পরিমাণে মাছ, কাঁকড়া সংগ্রহ করা তাঁদের কাছে বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sundarbans: শুধু পেটের দায় নয়! প্রাণের ঝুঁকি সত্ত্বেও মৎসজীবীরা কেন সুন্দরবনের জঙ্গলে যান? জেনে নিন 'সেই' কারণ