Who Are They At Night: রাতের অন্ধকারে সাইকেল চালিয়ে ছুটে আসছেন কারা! বীরভূমে হঠাৎ হলটা কী ?
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Who Are They At Night: কালী পুজোর আগে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে দফায় দফায় সাইকেল চালিয়ে চলছে পুলিশ প্রশাসনের টহলদারি
advertisement
1/5

রাতের অন্ধকারে হঠাৎ সাইকেল চালিয়ে ছুটে আসছে একদল মানুষজন। সাইকেলের বেল এর শব্দে বাইরে এসে দেখতেই চক্ষু চরক গাছ সাধারণ মানুষজনের। জানা গেল নলহাটিতে অভিনব উপায়ে পুলিশের রাতে টহলদারি। তবে হঠাৎ কেন পুলিশ প্রশাসন সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
মূলত সামনেই দীপান্বিতা কালীপুজো। আর এই কালীপুজোর আগে শহরের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে অভিনব পদক্ষেপ নিল নলহাটি থানার পুলিশ প্রশাসন। রাত এগারোটা নাগাদ নলহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আলীর নেতৃত্বে সাইকেলে চেপে শহরের অলিগলি ঘুরে টহল দেন পুলিশকর্মীরা।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
এই বিশেষ টহলদারিতে উপস্থিত ছিলেন নলহাটি থানার টাউন বাবু ও মেজবাবু। শহরের ব্যস্ত বাজার এলাকা, ব্যাংক এবং মন্দির চত্বর ঘুরে দেখেন ভারপ্রাপ্ত আধিকারিক এর দল। কালীপুজোর আগে সিভিল পোশাকে সাধারণ মানুষের ভিড়ে মিশে অলিগলিতে টহল দেওয়ার উদ্দেশ্য একটাই শহরের প্রতিটি কোণে নিরাপত্তা নিশ্চিত করা।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
উৎসবের আগে পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও প্রশংসার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, এমন সক্রিয় ও মানবিক পদক্ষেপে শহরের নিরাপত্তা আরও জোরদার হবে। চুরি ছিনতাই এর মতন সমস্যার সমাধানের জন্য পুলিশ প্রশাসনের এহেন উদ্যোগ বলে জানা যায়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
বীরভূম জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর বীরভূম জেলার আরও বিভিন্ন জায়গায় যেমন যে সমস্ত জায়গাগুলিতে বেশি পরিমাণ চুরি ছিনতাই এর মতন সমস্যা রয়েছে সেই সমস্ত জায়গাগুলি পরিদর্শন করা হচ্ছে দফায় দফায়। এই পরিদর্শনের ফলে স্বস্তিতে রাতের ঘুম ঘুমোতে পারবেন শহরবাসীরা।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Who Are They At Night: রাতের অন্ধকারে সাইকেল চালিয়ে ছুটে আসছেন কারা! বীরভূমে হঠাৎ হলটা কী ?