TRENDING:

Who Are Near ATM: SBI - এটিএমে রাত আড়েইটার সময় হূলূস্থূল, যা কাণ্ড হল, এলাকায় আতঙ্কের লহর

Last Updated:
Who Are Near ATM: রাতের অন্ধকারে এটিএম এর ভেতরে লুটের চেষ্টা! গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে
advertisement
1/4
রাতের অন্ধকারে এটিএম এর ভেতরে লুটের চেষ্টা! গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে
হুগলি: রাতের অন্ধকারে এটিএম এর ভেতরে ঢুকে এটিএম লুটের চেষ্টা ! গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। পান্ডুয়া কুলটি মোড় এলাকার জিটি রোড হাটতলায় একটি এসবিআই এটিএম গতকাল গভীর রাতে লুটের চেষ্টা করে দুষ্কৃতিরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত দুটো নাগাদ এক দুষ্কৃতি মাথায় টুপি পরে মুখ ঢেকে এটিএম এ ঢোকে। প্লাস দিয়ে এটিএম এর ভিতরে থাকা সিসি ক্যামেরা বন্ধ করে।
advertisement
2/4
সিসিটিভিতে দেখা যায়, এক ব্যক্তি মুখে সাদা কাপড় বেঁধে মাথায় টুপি পড়ে এটিএম এর ভেতর প্রবেশ করে। তার হাতে একটি প্লাস জাতীয় যন্ত্র রয়েছে যার সাহায্যে সে এটিএম এর ভেতরে থাকা সিসি ক্যামেরাগুলির তার কেটে সিসি ক্যামেরাকে অফ করার চেষ্টা করে। কিন্তু সে জানতো না সেই ক্যামেরার ভিডিও তৎক্ষণাৎ দেখতে পাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেখান থেকেই ফোন করে জানানো হয়, যে জমিতে এটিএম রয়েছে সেই জমির মালিককে। Photo- Representative
advertisement
3/4
যে জমিতে এটিএম কিয়স্ক ভাড়া দেওয়া তার মালিক শুভজিৎ পাল বলেন,রাত আড়াইটে নাগাদ এজেন্সি ফোন করে জানায় এটিএম এ ডাকাতি হচ্ছে। তারা ভিডিও পাঠায়। তারপর আমরা এসে দেখি পুলিশ রয়েছে। যারা এটিএম ভাঙতে এসেছিল তারা পালিয়েছে। এটিএম কাটার চেষ্টা করেছে কিন্তু নগদ টাকা নিতে পারেনি। সিসি ক্যামেরা ভেঙেছে, অ্যালার্ম ভেঙেছে। Photo- Representative
advertisement
4/4
হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, গতকাল রাতে পান্ডুয়া হাটতলার কাছে এটিএম ভাঙার চেষ্টা করা হয়।পান্ডুয়া থানার মোবাইল গাড়ি একটা সুইফট গাড়িকে চেজ করে ধরে বৈঁচীর কাছে। গাড়ি থেকে একটা গ্যাস কাটার উদ্ধার হয়। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। Input- Rahee Halder
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Who Are Near ATM: SBI - এটিএমে রাত আড়েইটার সময় হূলূস্থূল, যা কাণ্ড হল, এলাকায় আতঙ্কের লহর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল