TRENDING:

South 24 Parganas News: চাষের কাজের জন্য মাটি খুঁড়তেই চক্ষুচড়কগাছ! এ কী মিলল...? দেখেই আঁতকে উঠলেন সবাই

Last Updated:
দক্ষিণ ২৪ পরগনায় আদিগঙ্গাকে কেন্দ্র করে জলপথে ব্যবসা বাণিজ্যের ব্যাপক বিস্তার ঘটেছিল একসময়। পনেরো শতকে শ্রীচৈতন্য নীলাচল যাত্রা করেছিলেন এই পথেই। তারও আগে যে এই পথে যাতায়ত ছিল, তারও প্রমাণ মিলেছে বিভিন্ন সময়।
advertisement
1/6
চাষের কাজের জন্য মাটি খুঁড়তেই চক্ষুচড়কগাছ! এ কী মিলল...? দেখেই আঁতকে উঠলেন সবাই
চাষের কাজের জন্য মাটি খুঁড়তে গিয়ে মিলল প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র। জয়নগরের জাঙ্গালিয়া পঞ্চায়েতের নমাজগড় এলাকায় সম্প্রতি মাটি খুঁড়ে মাথার খুলি, টেরোকাটোর জিনিসপত্র, পাথরের টুকরো-সহ নানা জিনিস মেলে। প্রত্নতত্ত্ব গবেষকদের অনুমান, এই সব জিনিস প্রায় হাজার বছরের প্রাচীন।
advertisement
2/6
সম্প্রতি ওই এলাকায় চাষের কাজে সুবিধার জন্য নিচু জমি সমান করতে পাশের উঁচু জমি থেকে মাটি কাটা হচ্ছিল। সেই সময়েই একদিন মাটির নীচ থেকে একটি মাথার খুলি মেলে। কঙ্কাল উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশে এসে খুলিটি উদ্ধার করে নিয়ে যায়। এ দিকে ওই কঙ্কালের সঙ্গেই আরও কিছু টেরাকোটার জিনিসপত্র এবং নানা পাথরের টুকরোও পাওয়া যায় মাটির নীচ থেকে
advertisement
3/6
খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আসেন প্রত্নতত্ত্ব গবেষকরা। জিনিসগুলি খতিয়ে দেখে বিষ্মিত হন তাঁরা।প্রত্নতত্ত্ব গবেষকদের অনুমান “এই সব জিনিস প্রায় ৭০০ থেকে দু’হাজার বছরের পুরনো। দেখে মনে হচ্ছে শুঙ্গ, কুষাণ যুগের জিনিস এইগুলি।
advertisement
4/6
দক্ষিণ ২৪ পরগনায় আদিগঙ্গাকে কেন্দ্র করে জলপথে ব্যবসা বাণিজ্যের ব্যাপক বিস্তার ঘটেছিল একসময়। পনেরো শতকে শ্রীচৈতন্য নীলাচল যাত্রা করেছিলেন এই পথেই। তারও আগে যে এই পথে যাতায়ত ছিল, তারও প্রমাণ মিলেছে বিভিন্ন সময়। গবেষকদের একাংশ মনে করছেন,
advertisement
5/6
জনপদ থাকার সম্ভবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রত্নতত্ত্ব গবেষকরা ওই এলাকার কাছেই ঢোসা, তিলপিতে এর আগে কুষাণ যুগের নিদর্শন মিলেছে। জেলার একাধিক এলাকা থেকেই মিলেছে। দু’হাজার বছর আগে এই এলাকায় জনপদ ছিল।” গবেষকদের একাংশ আবার মনে করছেন, এইসব জিনিসপত্র মধ্যযুগেরও হতে পারে।
advertisement
6/6
তবে প্রশাসনের তরফে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। উদ্ধার হওয়া জিনসপত্র সংরক্ষণেও তেমন গুরুত্ব নেই। ওই এলাকায় আরও খোঁড়াখুঁড়ি নিয়েও তেমন পদক্ষেপ নেওয়া হয়নি। উদ্ধার হওয়া খুলিটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে দাবি পুলিশের। তবে তা নিয়ে আরও সতর্ক হওয়া উচিত বলেই মত গবেষকদের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: চাষের কাজের জন্য মাটি খুঁড়তেই চক্ষুচড়কগাছ! এ কী মিলল...? দেখেই আঁতকে উঠলেন সবাই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল