কেমন আছেন রানু মণ্ডল? এখন তাঁর উপার্জন কত? আগের মতো আর নেই জীবন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ranu Mondal: রাণু মণ্ডলকে ভুলে যাননি তো? এখন কেমন আছেন তিনি!
advertisement
1/7

চিরদিন কারও সমান যায় না. এই কথাটা বোধ হয় সব থেকে বেশি খাটে রাণাঘাটের রাণু মণ্ডলের জন্য। জীবন তাঁকে নিয়ে যেন ছিনিমিনি খেলেছে বারবার। কখনও তিনি সর্বহারা। কখনও আবার তিনিই সব পেয়েও হারিয়েছেন।
advertisement
2/7
রাণাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গাইতেন রাণু। জীবিকা নির্বাহ হত সেটা করেই। হঠাৎ একদিন ভাগ্যের ভোলবদল। রাণুর কন্ঠ শুনল সারা দেশ।
advertisement
3/7
রাণু মণ্ডলের ভাগ্যের তালা খুলে গেল হঠাৎ করেই। বলিউডের সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গাইলেন রাণু। তখন তিনি খ্যাতির শিখরে। কিন্তু সেই খ্যাতি, প্রচার বেশিদিন টিকল না। সবই যেন হয়ে গেল আগের মতো, আবার। হয়তো আগের থেকে খারাপ পরিস্থিতিতে এখন রাণু মণ্ডল।
advertisement
4/7
রাণু মণ্ডল এখন প্রচার থেকে অনেক দূরে। নিজের ভাঙাচোরা বাড়িতেই থাকেন। খাবার কোনওদিন জোটে, কোনওদিন জোটে না। আর্থিক, মানসিক পরিস্থিতি যেন আরও খারাপ।
advertisement
5/7
মাঝেমধ্যেই রাণু মণ্ডলকে এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। রাণু মণ্ডলকে অদ্ভুত সাজে রিল করতে দেখা যায়। কখনও অদ্ভুত মেক-আপ। কখনও আবার কনের বেশে।
advertisement
6/7
রাণু মণ্ডলের অদ্ভুত সব সাজ দেখে অনেকে হয়তো ভাবেন, তাঁর মানসিক সমস্যা আরও বেড়েছে। কেউ আবার ভাবেন, রাণু মণ্ডল এখনও অনেক টাকা উপার্জন করছেন নিশ্চয়ই।
advertisement
7/7
রাণু মণ্ডলের কোনও স্থায়ী উপার্জন নেই। মাঝেমধ্যে কিছু ইউটিউবার তাঁর কাছে যায়। তাঁদের অনুরোধে রাণু গান করেন, নাচেন, অদ্ভুত সাজেন। ইউটিউবাররা কেউ রাণুকে যৎসামান্য টাকা দেন। কেউ বা কিছু খাবার দেন। রাণু মণ্ডলের এখন কোনও দাবি নেই। যা পান তাতেই যেন তিনি খুশি!