TRENDING:

Digha News: দিঘার সমুদ্রে এই জ্যান্ত প্রাণী! ব্যাপক চাঞ্চল্য ছড়াল সমুদ্র সৈকতে, তারপর...

Last Updated:
East Medinipur News:দিঘার উদয়পুর সমুদ্র সৈকতে হঠাৎই একটি ডলফিন ভেসে চলে আসে। ডলফিনটিকে উদ্ধার করে সমুদ্রের দিকে দৌড় লাগাল এক যুবক।
advertisement
1/5
দিঘার সমুদ্রে এই জ্যান্ত প্রাণী! ব্যাপক চাঞ্চল্য ছড়াল সমুদ্র সৈকতে, তারপর...
দিঘার উদয়পুর সমুদ্র সৈকতে হঠাৎই এটি কী ভেসে চলে আসে? জ্যান্ত এই জীবকে উদ্ধার করে সমুদ্রের দিকে দৌড় লাগাল এক যুবক। দুপুরে উত্তাল সমুদ্রের সঙ্গে স্নানের চুটিয়ে মজা উপভোগ করছিল পর্যটকেরা। আর সেই সময়েই সমুদ্রসৈকত জুড়ে চাঞ্চল্য ছড়ায়। (সৈকত শী)
advertisement
2/5
আর এই চাঞ্চল্য ছড়ানোর মূল কারণ একটি জীবন্ত ডলফিন। উদয়পুর সমুদ্র সৈকতে এই জীবন্ত ডলফিনটি জোয়ারে ভেসে চলে আসে। জোয়ারে ভেসে আসার পর ডলফিনটি ভাটার টানে ফিরে যেতে পারেনি তারপর এই জীবন্ত ডলফিন ঘিরে ব্যাপক হইচই পড়ে যায় সমুদ্র সৈকতে।
advertisement
3/5
দিঘায় স্পিডবোটের ধাক্কায় বা ট্রলারের ধাক্কায় আহত হয়ে ডলফিন এর আগেও বেশ কয়েকবার সমুদ্রসৈকতে ভেসে এসেছিল জোয়ারে। ৩ জুন সোমবার দুপুর বেলা এরকমই একটি ডলফিন জোয়ারের জলে ভেসে আসে দিঘার উদয়পুর সমুদ্র সৈকতে। এর আগে বেশ কয়েকবার দিঘায় ডলফিন ভেসে এলেও বেশিরভাগ সময় ডলফিন গুলি মারা গিয়েছিল।
advertisement
4/5
তবে এবার এই জীবন্ত ডলফিন টিকে দেখে স্থানীয় এক যুবক যা করল হা হয়ে দাঁড়িয়ে দেখল উদয়পুর সমুদ্র সৈকতে থাকা পর্যটকেরা। যুবকটি ডলফিন কে বাঁচাতে সমুদ্র সৈকত থেকে কোলে করে তুলে নিয়ে সমুদ্রের দিকে দৌড় লাগায়। তারপর সমুদ্রের জলে গিয়ে ডলফিনটি কে ছেড়ে দেয়।
advertisement
5/5
কম জলে ডলফিনটিকে ছেড়ে দেওয়া হলে ঠিকমত নড়াচড়া করতে পারেন ছিল না। সেই সময়ই উদয়পুর সমুদ্র সৈকতে থাকা স্পিডবোটের লোকজনেরা ডলফিনটিকে বাঁচাতে এগিয়ে আসে। নিজেদের স্পিডবোটের তুলে নেয় ডলফিনটিকে তারপর সোজা মা সমুদ্রের দিকে দ্রুত বেগে স্পিডবোটটি এগিয়ে যায়। মাঝ সমুদ্রে ছেড়ে আসা হয় ডলফিনটিকে। এই জীবন তো ডলফিন ঘিরে দিঘায় উদয়পুর সমুদ্র সৈকত জুড়ে ব্যাপক হইচই পড়ে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: দিঘার সমুদ্রে এই জ্যান্ত প্রাণী! ব্যাপক চাঞ্চল্য ছড়াল সমুদ্র সৈকতে, তারপর...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল