What is That: আকাশ থেকে নাকি রুপো ঝরে পড়ছে! কোথায় জানেন, কাঁড়িকাঁড়ি রুপো কুড়োতে হুড়োহুড়ি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
What is That: এত দামি ধাতু রাস্তায় এ ভাবে পড়ে গড়াগড়ি খাচ্ছে, কাঁড়িকাঁড়ি রুপো কুড়োতে মানুষের সে কী কাণ্ড
advertisement
1/6

: এ কি ব্যাপার! রাস্তায় কি পড়ে রয়েছে। যা দেখে সকলেই ছুটছেন। রাস্তায় তো শুধু রুপো পড়ে রয়েছে। হিন্দিতে যা চাঁদি নামে পরিচিত। আর তাই জলঙ্গীর ঘোষপাড়ায় রুপো কুড়োনোর হুড়োহুড়ি দেখা গেল। যা দেখে চমকে উঠলেন গ্রামের বাসিন্দারা।
advertisement
2/6
একেবারে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রুপোর ছোট ছোট দানা। এইরকম ভাবে রুপোর দানা চোখের সামনে দেখতে পেলে কেই বা কুড়োতে না চান বলুন।
advertisement
3/6
হঠাৎ রাস্তার মধ্যে রুপোর দানা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই মুখে মুখে সেই খবর জানাজানি হতেই রুপো কুড়োনোর হুড়োহুড়ি লেগে যায়। আট থেকে আশি সকলেই কুড়োতে থাকেন। কে বেশি করে রুপোর দানা কুড়োতে পারে সেই প্রতিযোগীতায় নামে সকলে।
advertisement
4/6
পথ চলতি মানুষও রুপো কুড়োতে নেমে পড়েন। কেউ কেউ বলছেন আকাশ থেকে রুপো পড়েছে।
advertisement
5/6
জলঙ্গীর ঘোষপাড়া এলাকায় এভাবেই রুপোর দানা কুড়োতে ব্যস্ত হয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই হাত ভর্তি করে রুপোর দানা কুড়িয়ে ফেলেছেন। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পথ চলতি মোটর সাইকেল চালক, টোটো চালক, সাইকেল আরোহী কেউই বাদ গেল না।
advertisement
6/6
তবে সূত্র মারফত জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বর্ডার পেরিয়ে পাচার হয় রুপোর দানা। কোনও পাচারকারী সেই রুপোর দানা নিয়ে যাওয়ার সময় কোন ভাবে সেটা রাস্তার ওপর ছড়িয়ে, ছিটিয়ে পড়ে যায়। আর সেগুলো সাধারণ মানুষের চোখে পড়তেই রুপো কুড়োতে হুড়োহুড়ি লেগে যায়। Input- Kaushik Adhikary
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
What is That: আকাশ থেকে নাকি রুপো ঝরে পড়ছে! কোথায় জানেন, কাঁড়িকাঁড়ি রুপো কুড়োতে হুড়োহুড়ি