Actress Menu in Election Campaign: ভোটের প্রচার, বীরভূমের গরমে অভিনেত্রী শতাব্দী কী খাচ্ছেন?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Satabdi Roy Birbhum News: টানা তিনবারের সংসদ অভিনেত্রী শতাব্দী রায় বর্তমানে তৃণমূলের প্রার্থী। কী খাওয়া দাওয়া করছেন ভোটের প্রচারে বেরিয়ে,জানুন।
advertisement
1/5

সামনেই লোকসভা নির্বাচন। আর হাতেগোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে প্রচারে বেরিয়ে পড়েছে। বীরভূমে মোট দুটি লোকসভা একটি বীরভূম লোকসভা একটি বোলপুর লোকসভা। (সৌভিক রায়)
advertisement
2/5
বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধর। তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। এবং বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) প্রার্থী শ্যামলী প্রধান।
advertisement
3/5
আর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বৈশাখ মাসের প্রথম দিন থেকেই তীব্র তাপদাহ রয়েছে বীরভূমে। দুপুর ১২ টার পর ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপ রয়েছে। আর এই গরমেই নিজের প্রচার চালাচ্ছেন সমস্ত রাজনৈতিক দলগুলি। আর বীরভূম লোকসভা কেন্দ্রের দীর্ঘ তিন বারের সাংসদ রয়েছেন শতাব্দী রায়। পুনরায় তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার প্রার্থী শতাব্দী রায়। তিনি একজন প্রাক্তন সাংসদ বর্তমানে তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী হওয়ার পাশাপাশি তিনি একজন অভিনেত্রী।
advertisement
4/5
এক নাগাড়ে টানা ১৫ বছরের সাংসদ।একদিকে অভিনেত্রী অন্য দিকে বিদায়ী সাংসদ। বীরভূম জুড়েই তাঁর ফ্যান-ফলোয়ার শুধু নয়, ভালবাসার অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকী বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীরা তাঁর কর্মপদ্ধতির স্বচ্ছতা ও সততার ভূয়সী প্রশংসা করেন প্রকাশ্যেই। এবার তিনিই নির্বাচনী প্রচারে অভিনবত্ব আনতে লালমাটির বাসিন্দা সাধারণ তৃণমূলকর্মী ও সমর্থকদের নিয়েই 'বীরভূমকে ভালবেসে' থিম ভিডিও তৈরি করেছেন।এর পরেই তার ফ্যান-ফলোয়ার আরও বৃদ্ধি পেয়েছে।তবে এই তীব্র গরমে অভিনেত্রী এবং প্রার্থী কী খাওয়া দাওয়া করছেন খোঁজ নিয়েছি আমরা।
advertisement
5/5
এ বিষয়ে অভিনেত্রী আমাদের একান্ত সাক্ষাৎকারে জানান সকাল থেকেই তাকে প্রচারে বের করতে হচ্ছে এবং যেখানে যা পাচ্ছেন সেটাই খাচ্ছেন। তবে তার মধ্যে কী কী রয়েছে মেনু? এই বিষয়ে তিনি জানান দুপুরের মধ্যাহ্নভোজনে কখনও কখনও ভাত,ডাল,বীরভূমের স্পেশাল আলু পোস্ত,মাছ সাধারণ সাদামাটা খাবার খাচ্ছেন। তবে গরমের মরশুমে ডাবের জল খাওয়া প্রয়োজন।কিন্তু কাজের এত চাপ তার মাঝে ডাব খাওয়ার সুযোগ হয়ে উঠছেনা।গত এক মাসে এক দুটি ডাবের জল পান করেছেন।তবে শীত,গ্রীষ্ম,বর্ষা সব সময় অভিনেত্রীর প্রিয় খাবার শিঙ্গারা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Actress Menu in Election Campaign: ভোটের প্রচার, বীরভূমের গরমে অভিনেত্রী শতাব্দী কী খাচ্ছেন?