Potato Seeds Price: আলু চাষিদের জন্য দারুণ খবর, কমে গেল আলু বীজের দাম! শুনলে এখুনি ছুটে যাবেন কিনতে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
West Medinipur Potato Seeds Price: পশ্চিম মেদিনীপুর জেলা মূলত কৃষিপ্রধান অঞ্চল। এই জেলায় অধিকাংশ কৃষকই আলু চাষের উপর নির্ভরশীল। ফলে আলু বীজের চাহিদাও প্রতি বছরই থাকে অত্যন্ত বেশি। রাজ্যের মধ্যে আলু বীজ বিক্রিতে অন্যতম বড় কেন্দ্র হল চন্দ্রকোনা রোড।
advertisement
1/6

পশ্চিম মেদিনীপুর জেলা মূলত কৃষিপ্রধান অঞ্চল। এই জেলায় অধিকাংশ কৃষকই আলু চাষের উপর নির্ভরশীল। ফলে আলু বীজের চাহিদাও প্রতি বছরই থাকে অত্যন্ত বেশি। রাজ্যের মধ্যে আলু বীজ বিক্রিতে অন্যতম বড় কেন্দ্র হল চন্দ্রকোনা রোড। (ছবি ও তথ্য: মিজানুর রহমান)
advertisement
2/6
চন্দ্রকোনা রোডে রাস্তার পাশে সারি সারিভাবে একের পর এক দোকান রয়েছে, যেখানে উন্নতমানের আলু বীজ বিক্রি করা হয়। কৃষকরা সেখান থেকেই সুলভ মূল্যে বিভিন্ন জাতের আলু বীজ সংগ্রহ করেন।
advertisement
3/6
আগের তুলনায় কিছুটা হলেও কমেছে আলু বীজের দাম। জ্যোতি বীজ আলু আগে বিক্রি হত ১৪০০–১৭০০ টাকা, বর্তমানে মিলছে ৮০০–১২৫০ টাকায়। পোখরাজ আলু আগে বিক্রি হত ১২০০–১৬০০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১০০০–১২০০ টাকায়।
advertisement
4/6
স্থানীয় আলু বীজ ব্যবসায়ী শুভ সরকারের ধারণা, আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে অনেক কৃষক সময় মতো চাষ করতে পারেননি। কিছু এলাকায় দেরিতে চাষ হওয়ায় বীজের চাহিদা কমেছে। বাজারে কৃষকদের আনাগোনা কম থাকাও দামের ওপর প্রভাব ফেলেছে।
advertisement
5/6
আলু বীজ পরিবহনের গাড়ির সংখ্যা কমেছে। অন্যান্য বছরের তুলনায় এবছর আলু বীজ আনার গাড়ির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কম। সাধারণত চন্দ্রকোনা রোড এলাকায় ২০০০-এর মতো গাড়িতে আলু বীজ আসে। কিন্তু এবছর এখন পর্যন্ত এসেছে মাত্র ১২০০টির মতো গাড়ি।
advertisement
6/6
গাড়ির সংখ্যা কমে যাওয়া এবং কৃষকদের চাহিদা কমে যাওয়ার কারণে আলু বীজের বিক্রিও কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাষাবাদ শুরু হলেও এখনও বাজার পুরোপুরি চাঙ্গা হয়নি। ফলে ব্যবসায়ীদের মতে, এ বছর আলু বীজের বাজারে মন্দার প্রভাব স্পষ্ট। (ছবি ও তথ্য: মিজানুর রহমান)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Potato Seeds Price: আলু চাষিদের জন্য দারুণ খবর, কমে গেল আলু বীজের দাম! শুনলে এখুনি ছুটে যাবেন কিনতে