TRENDING:

বঙ্গোপসাগরে ব্যাক টু ব্যাক নিম্নচাপ, বৃষ্টি কাঁপাচ্ছে রাজ্য! এরই মাঝে চলছে প্রতিমা গড়ার কাজ, কীভাবে ম্যানেজ করছেন শিল্পীরা?

Last Updated:
প্রতিটি মহল্লা, পাড়ায় পুজোর সাজসজ্জা থেকে শুরু করে প্রতিমা গড়ার কাজে চলছে জোর কদমে প্রস্তুতি। কুমোরটুলিতে এখন ব্যস্ততার চরম মুহূর্ত। দিন-রাত এক করে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত শিল্পীরা।
advertisement
1/6
বৃষ্টি কাঁপাচ্ছে রাজ্য! এরই মাঝে চলছে প্রতিমা গড়ার কাজ, কীভাবে ম্যানেজ করছেন শিল্পীরা?
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রতিটি মহল্লা, পাড়ায় পুজোর সাজসজ্জা থেকে শুরু করে প্রতিমা গড়ার কাজে চলছে জোর কদমে প্রস্তুতি। কুমোরটুলিতে এখন ব্যস্ততার চরম মুহূর্ত। দিন-রাত এক করে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত শিল্পীরা। (ছবি ও তথ্য: মিজানুর রহমান)
advertisement
2/6
এদিকে আবহাওয়ার খামখেয়ালি ভাব আরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কখনও আকাশের মুখ ভার, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি—ফলে প্রতিমা শুকোতে পারছে না সময়মতো। যার ফলে প্রতিমার কাজে বাধা আসছে প্রতিনিয়ত। এই পরিস্থিতি নিয়ে চিন্তায় পড়েছেন মৃৎশিল্পীরা।
advertisement
3/6
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বৈকন্ঠপুর অস্থল মোড় এলাকায় চলছে প্রতিমা গড়ার শেষ মুহূর্তের কাজ। এলাকাজুড়ে প্রতিমা শিল্পীদের এখন ব্যস্ত সময়। প্রতিটি মণ্ডপে সঠিক সময়ে প্রতিমা পৌঁছে দেওয়ার জন্য দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা। কখনও খড়কুটো পুড়িয়ে, আবার কখনও অন্যভাবে ম্যানেজ করছেন মৃৎশিল্পীরা।
advertisement
4/6
কুমোরটুলির প্রতিমা শিল্পী সাগর আদক জানিয়েছেন, “প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। তবে বারবার বৃষ্টি নামায় সমস্যা হচ্ছে। প্রতিমা শুকোতে দেরি হচ্ছে, কাজের গতি কমে যাচ্ছে।” তার কথাতেই স্পষ্ট, আবহাওয়ার এই অনিশ্চয়তা শিল্পীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
advertisement
5/6
শুধু শিল্পীরাই নয়, চিন্তায় রয়েছেন পুজো উদ্যোক্তারাও। প্রতিমা সময়মতো না পৌঁছলে পুজোর আয়োজন ব্যাহত হতে পারে—এই আতঙ্ক তাড়া করছে তাদের। উদ্যোক্তাদের বক্তব্য, “প্রতিমা যদি সময়মতো না আসে, তবে সাজসজ্জা ও উদ্বোধনের সময়সূচি সব এলোমেলো হয়ে যাবে।”
advertisement
6/6
সবচেয়ে বড় সমস্যা হল—প্রতিমা কীভাবে নিরাপদে মণ্ডপে পৌঁছবে। হঠাৎ বৃষ্টি বা রাস্তার কাদা প্রতিমা পরিবহনে মারাত্মক সমস্যা তৈরি করছে। শিল্পী থেকে উদ্যোক্তা—সবার মাথায় এখন একই দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। আবহাওয়া যদি অনুকূল না হয়, তবে পুজোর প্রস্তুতিতে আরও ভাটা পড়তে পারে। (ছবি ও তথ্য: মিজানুর রহমান)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বঙ্গোপসাগরে ব্যাক টু ব্যাক নিম্নচাপ, বৃষ্টি কাঁপাচ্ছে রাজ্য! এরই মাঝে চলছে প্রতিমা গড়ার কাজ, কীভাবে ম্যানেজ করছেন শিল্পীরা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল