হাতি, বাঘ শেষে এবার জঙ্গলমহলে নতুন আতঙ্ক! ঘরে-বাইরে জ্বালাতন, ভয়ে দরজা-জানালা বন্ধ রাখছেন বাসিন্দারা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
জঙ্গলমহলে এবার নতুন আতঙ্ক, বন দফতর বারংবার অভিযান চালিয়েছে। বন দফতর তরফে জানা গেছে, বাঁদরটিকে কাবু করার জন্য আবারও জোরদার অভিযান চালানো হবে।
advertisement
1/6

আবারও জেলায় বাঁদরের বাঁদরামি। একটি বাঁদরের আক্রমণে জখম প্রায় ১৩ থেকে ১৪ জন। ইতিমধ্যেই বেশ কয়েকজনের আঘাত গুরুতর। আতঙ্কে রয়েছে জঙ্গলমহল। কোথা থেকে বাঁদর এল, তার খোঁজ চালাচ্ছে বন বিভাগ। ইতিমধ্যেই প্রশাসন ও বন দফতরকে জানানো হয়েছে প্রশাসনের তরফে। যদিও এখনও পর্যন্ত বাগে আনা যায়নি এই বাঁদরটিকে।(তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
2/6
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল শালবনীতে বাঁদরের আক্রমণে আহত একাধিক জন। প্রশাসন সূত্রে খবর বাঁদরের অতর্কিত আক্রমণে একাধিক স্থানীয় বাসিন্দা জখম হয়েছে। কখনও রান্নাঘরে আবার কখনও নিজের বাড়িতেই আক্রমণ চালাচ্ছে এই উন্মত্ত বাঁদরটি। এখনও পর্যন্ত তাকে পাকড়াও করতে পারেনি বন কর্মীরা (তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
3/6
ব্লক প্রশাসন সূত্রে খবর, শালবনী এবং পার্শ্ববর্তী চকতারিণী এবং তিলাখুলা গ্রামে হঠাৎই আগত একটি বাঁদরের আক্রমণের আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। শুধু আতঙ্ক নয় এই বাঁদরের আক্রমণে মহিলা, শিশুসহ প্রায় একাধিকজন আহত হয়েছেন। কয়েকজনের আঘাত গুরুতর।(তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
4/6
স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সন্দীপ সিংহ জানিয়েছেন, মানুষের বাড়িতে রান্নাঘরে বা যেকোনও জায়গায়, যেকোনও সময় অতর্কিতে ঢুকে আক্রমণ শানাচ্ছে এই বাঁদরটি। এমনকি রাস্তায় পথচারীদের ওপরেও আক্রমণ করে আহত করেছে বেশ কয়েকজনকে। বিভিন্ন জায়গায় ফলের টোপ দিয়ে, জাল ফেলে কোনওমতেই কাবু করা যাচ্ছেনা তাকে। এলাকার মানুষ বুঝে উঠতে পারছেননা।(তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
5/6
লাগাতার এই বাঁদরের আক্রমণে, ছোট ছোট ছাত্র-ছাত্রীরা স্কুলে, টিউশনে এবং এলাকার মহিলা বৃদ্ধরা মর্নিং ওয়ার্ক বা ইভিনিং ওয়াক এ যেতেও ভয় পাচ্ছেন। অনেকে বাঁদরের আতঙ্কে বাড়ির দরজা-জানালা খুলে রাখতেও ভয় করছেন।(তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
6/6
যদিও ইতিমধ্যে বন দফতর বারংবার অভিযান চালিয়েছে। বন দফতর তরফে জানা গেছে, বাঁদরটিকে কাবু করার জন্য আবারও জোরদার অভিযান চালানো হবে। (তথ্য: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
হাতি, বাঘ শেষে এবার জঙ্গলমহলে নতুন আতঙ্ক! ঘরে-বাইরে জ্বালাতন, ভয়ে দরজা-জানালা বন্ধ রাখছেন বাসিন্দারা