Durga Puja 2025: দর্শনার্থীদের ভিড়ে সামালসামাল, গাড়ি চলাচলের জোটুকু বন্ধ! জানুন ঘাটালের কোন পুজো কাঁপাল এলাকা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
শহরের ঝাঁ-চকচকে পুজোর পাশাপাশি এবছর নজর কাড়ছে ঘাটাল মহকুমার গ্রামীণ দুর্গাপুজো। গ্রাম বাংলার মাটির গন্ধ মাখা এই পুজোগুলোতে উপচে পড়ছে দর্শনার্থীর ভিড়।
advertisement
1/6

শহরের ঝাঁ-চকচকে পুজোর পাশাপাশি এবছর নজর কাড়ছে ঘাটাল মহকুমার গ্রামীণ দুর্গাপুজো। গ্রাম বাংলার মাটির গন্ধ মাখা এই পুজোগুলোতে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। মানুষের ভিড় এমনই যে, শহরের বড়ো বড়ো পুজোকেও যেন টেক্কা দিচ্ছে ঘাটালের থিমের প্যান্ডেল। (ছবি ও তথ্য: মিজানুর রহমান)
advertisement
2/6
ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়ক, ঘাটাল–মেদিনীপুর রাজ্য সড়ক, সুলতাননগর–গোপীগঞ্জ রাজ্য সড়ক ছাড়াও গ্রামীণ রাস্তাগুলিতেও রাতে দর্শনার্থীদের ঢল নামে। সড়ক জুড়ে মানুষের আনাগোনায় যানবাহন চলাচল একপ্রকার ব্যাহত হয়।
advertisement
3/6
শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর নয়, প্রতিবেশী হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলা থেকে এ বছর ঘাটাল মহকুমার গ্রামীণ পুজো দেখতে আসছেন হাজার হাজার মানুষ। এই ভিড়ই প্রমাণ করছে শহরের পুজোর মতোই গ্রামের পুজোগুলিও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
advertisement
4/6
ঘাটালের গ্রামীণ পুজো কমিটিগুলি এ বছর একাধিক আকর্ষণীয় থিমের প্যান্ডেল গড়ে তুলেছে। বিভিন্ন সমাজিক বার্তা, গ্রামীণ সংস্কৃতি ও সমসাময়িক ঘটনাকে উপজীব্য করে তৈরি হয়েছে নানা থিম। এই থিমই মূলত দর্শনার্থীদের সবচেয়ে বড় আকর্ষণ।
advertisement
5/6
দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় সামলাতে প্রশাসনকে কার্যত হিমশিম খেতে হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। গুরুত্বপূর্ণ রাজ্য সড়কগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
advertisement
6/6
প্রতিবছর কলকাতা বা বড় শহরের পুজোর দিকে মানুষের ঝোঁক বেশি হলেও এবছর পরিস্থিতি অন্যরকম। ঘাটালের গ্রামীণ পুজোই প্রমাণ করে দিয়েছে যে, থিমের অভিনবত্ব ও মানুষের আবেগ মিলিয়ে গ্রামবাংলার দুর্গাপুজোও এখন শহরের পুজোকেও সমানভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। (ছবি ও তথ্য: মিজানুর রহমান)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: দর্শনার্থীদের ভিড়ে সামালসামাল, গাড়ি চলাচলের জোটুকু বন্ধ! জানুন ঘাটালের কোন পুজো কাঁপাল এলাকা