TRENDING:

বর্ধমান থেকে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা, উপকৃত ঘাটালের ১৭৭, জানুন কী জুটল তাদের কপালে

Last Updated:
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ভূমিহীনদের জন্য আয়োজিত হল বহুল প্রতীক্ষিত পাট্টা বিতরণ কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলা থেকে এই কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
1/6
বর্ধমান থেকে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা, উপকৃত ঘাটালের ১৭৭, জানুন কী জুটল তাদের কপালে
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ভূমিহীনদের জন্য আয়োজিত হল বহুল প্রতীক্ষিত পাট্টা বিতরণ কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলা থেকে এই কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
2/6
ঘাটাল টাউন হলে এই পাট্টা বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সকাল থেকেই উপকারভোগী ও স্থানীয় মানুষজন সেখানে জড়ো হতে থাকেন। টাউন হলের ভিতর ও বাইরে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ। ভূমিহীন পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়ার মুহূর্তে তাঁদের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দ। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
3/6
কর্মসূচিতে ঘাটাল মহকুমার মোট ১৭৭ জন ভূমিহীন উপকারভোগীর হাতে বিভিন্ন ধরনের পাট্টা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে কৃষি-পাট্টা, বাস্তুজমি-পাট্টা এবং বন-পাট্টা। দীর্ঘদিনের জমির দাবি পূরণ হওয়ায় পরিবারের সদস্যদের মুখে দেখা যায় উচ্ছ্বাস। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
4/6
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত, দাসপুরের বিধায়ীকা মমতা ভুঁইয়া, ঘাটালের বিডিও সহ প্রশাসনের একাধিক আধিকারিক। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
5/6
ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, "আমরা মোট ১৭৭ জনকে পাট্টা দিয়েছি, মূলত ভূমিহীন পরিবারদের যাতে না কোনও অসুবিধা হয়, তারা যেন ভূমি পায়, সেই জন্যই এই ব্যবস্থা আগামীদিনে এই কাজ আরও হবে"।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
6/6
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু এই ১৭৭ জন নয়, ভবিষ্যতে ধাপে ধাপে আরও অনেক ভূমিহীন পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়া হবে। সরকারের উদ্যোগে গ্রামীণ এলাকায় ভূমিহীনদের নিরাপদ বাসস্থান ও কৃষিজমির অধিকার নিশ্চিত করতে চলমান এই প্রকল্প জেলাজুড়ে আরও বিস্তৃত আকার নেবে।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বর্ধমান থেকে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা, উপকৃত ঘাটালের ১৭৭, জানুন কী জুটল তাদের কপালে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল