বেতনের টাকায় পড়ুয়াদের ছাতা বিতরণ, স্কুলছুট ঠেকাতে অভিনব উদ্যোগ! এই প্রধান শিক্ষকের প্রশংসায় পঞ্চমুখ সব্বাই
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
বর্ষাকালে বিদ্যালয়ে উপস্থিতির হার কিছুটা কমে যায়। এই সময়ে ছোট ছোট ছাত্র-ছাত্রীরা অনেক সময়ই বিদ্যালয়ে আসতে অসুবিধায় পড়ে।
advertisement
1/6

বর্ষাকালে বিদ্যালয়ে উপস্থিতির হার কিছুটা কমে যায়। এই সময়ে ছোট ছোট ছাত্র-ছাত্রীরা অনেক সময়ই বিদ্যালয়ে আসতে অসুবিধায় পড়ে। সেই সমস্যাকে মাথায় রেখে গড়বেতার বাঁশদা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এক অভিনব উদ্যোগ নিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান আশরাফ গায়েন। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
2/6
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের দুই নম্বর সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন নিজের প্রাপ্য ভাতা থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে ছাতা তুলে দেন। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে তিনি নিজ হাতে ছাতা বিতরণ করেন।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
3/6
ছাতা বিতরণ উপলক্ষে প্রধান আশরাফ গায়েন জানান—“শিক্ষিত সমাজ গড়তে হলে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। আগামী দিনেও ছাত্র-ছাত্রীদের পাশে থেকে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।” ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
4/6
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় চ্যাটার্জি এই বিশেষ উদ্যোগে আনন্দিত হয়ে বলেন—“গ্রাম পঞ্চায়েত প্রধান ছাত্র-ছাত্রীদের কথা ভেবে যে পদক্ষেপ নিয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। এই ধরনের সামাজিক সহযোগিতা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আরও উৎসাহ দেবে।” ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
5/6
এই দিনে ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য মধুসূদন মণ্ডল সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। তাদের উপস্থিতি গোটা কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
6/6
বর্ষার দিনে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে এই পদক্ষেপ এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে। অভিভাবকরাও জানিয়েছেন, এই উদ্যোগে তাদের সন্তানরা বিদ্যালয়ে আসতে আরও উৎসাহ পাবে। শিক্ষার প্রসার ঘটাতে গ্রাম পঞ্চায়েত প্রধানের এই কর্মকাণ্ড ইতিমধ্যেই দৃষ্টান্ত হয়ে উঠেছে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বেতনের টাকায় পড়ুয়াদের ছাতা বিতরণ, স্কুলছুট ঠেকাতে অভিনব উদ্যোগ! এই প্রধান শিক্ষকের প্রশংসায় পঞ্চমুখ সব্বাই