হাতে ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে র্যালি, দেখে 'থ' এলাকাবাসী! স্কুলের ভাবনা অবাক করবে
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
স্বাধীনতা দিবসের দিন হাতে ১০০ ফুটের পতাকা নিয়ে পথ হাঁটলেন বিদ্যালয়ের ছাত্রীরা
advertisement
1/6

<strong>পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ</strong> ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারতবর্ষ। আজ সারা দেশ জুড়ে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রত্যন্ত গ্রাম থেকে শহর-শহরতলিতে সাড়ম্বরে পালন হচ্ছে এই দিন।
advertisement
2/6
বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা শোভাযাত্রা সহকারে এই দিনটি পালন করেন। তবে এবার নজর কেড়ে নিলেন পশ্চিম মেদিনীপুরের বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রীরা। স্বাধীনতা দিবসের দিন গোটা বাজারের মানুষ তাকিয়ে দেখলেন ছাত্রীদের এই বিশেষ শোভাযাত্রা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
3/6
১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে পথ হাঁটলেন পশ্চিম মেদিনীপুরের বেলদার বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। এবারের স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় এক অভিনব উদ্যোগ বিদ্যালয় কর্তৃপক্ষের। এমন এক অভিনবত্ব নজর কেড়েছে গোটা জেলার মানুষের। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
4/6
বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ প্রত্যেক বছর নিত্যনতুনভাবে স্বাধীনতা দিবস উদযাপন করে। এবার সেই ভাবনায় ১০০ ফুটের পতাকা নিয়ে বিশেষ শোভাযাত্রা করলেন ছাত্রীরা। দেশাত্মবোধক সঙ্গীতে ব্যান্ড, হাতে ১০০ ফুটের জাতীয় পতাকা, শোভাযাত্রায় হাঁটছেন বিদ্যালয়ের শিক্ষিকা থেকে পড়ুয়ারা। স্বাধীনতা দিবসের দিন সকালে এমন এক ঘটনার সাক্ষী রইল বেলদার মানুষ। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
5/6
জেলা জুড়ে ৭৯তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে। বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের সকল ছাত্রীরা এদিন হাতে জাতীয় পতাকা নিয়ে বিদ্যালয় থেকে সারা বেলদা পরিক্রমা করলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ড. লক্ষ্মীদাস অট্ট বলেন, ছাত্রীদের দেশপ্রেমের বার্তা দিতে এবং ব্রিটিশ পরাধীনতা থেকে শৃঙ্খল মোচনের এই বিশেষ দিন এবং গর্বের মুহূর্তকে স্মরণ করে রাখতে এই আয়োজন। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
6/6
বিদ্যালয়ের পক্ষ থেকে এমন আয়োজনে খুশি পড়ুয়ারা। সম্পূর্ণই ছাত্রীদের দ্বারা পরিচালিত আজকের এই বিশেষ শোভাযাত্রা। বিদ্যালয়ের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
হাতে ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে র্যালি, দেখে 'থ' এলাকাবাসী! স্কুলের ভাবনা অবাক করবে