TRENDING:

Inspiration: ‘না’ নেই জীবন-অভিধানে! শারীরিক অসুস্থতা সঙ্গী করেই ছেনি-হাতুড়িতে কাঠের উপর কাব্য লেখেন তিনি

Last Updated:
Inspiration: ‘নিয়মিত জীবনযুদ্ধে লড়াই করে করে চালিয়ে রেখেছেন তার শৈল্পিক কাজ। বিভিন্ন ক্ষেত্রে মিলেছে সম্মান। তবে প্রচার বিমুখ, অত্যন্ত মিষ্টিভাষী এই ভাস্করের হাতের কাজ ও শিল্প নিপুনতা মুগ্ধ করবে আপনাকে।
advertisement
1/6
‘না’ নেই জীবন-অভিধানে! অসুস্থতা সঙ্গী করেই ছেনি-হাতুড়িতে কাঠের উপর কাব্য লেখেন তিনি
ছোট থেকেই শিল্পকে ভালোবেসে শিল্পকলার সঙ্গে দিনযাপন। ছোট থেকেই একের পর এক প্রতিকৃতি তৈরি করেছেন নিজে। শিল্পকলা নিয়ে পড়াশোনাও করেছেন। এখন তার হাতে তৈরি একাধিক প্রতীকৃতি বিভিন্ন জায়গায় স্থান পেয়েছে। শারীরিক অসুস্থতাকে দিব্যি পিছনে ফেলে এগিয়ে চলেছেন প্রত্যন্ত গ্রামের এই শিল্পী। দেশ ও বিদেশ থেকে এসেছে নানা সম্মান। তবুও যেন ছেনি-হাতুড়ি এবং রং-পেন্সিলেই তার দিন কাটে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
নিজের বাড়িতেই করেছেন স্টুডিও। তার হাতে তৈরি একাধিক প্রতিকৃতি, বিভিন্ন বিষয়ের উপর কাঠ কিংবা পাথরের তৈরি নানা জিনিস পাড়ি দিচ্ছে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায়। বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে, তার হাতে গড়া বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি প্রতিষ্ঠা লাভ করেছে। মাত্র ছয় সাত বছর বয়স থেকেই তার এই ভাস্কর্যে হাতে খড়ি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুরারোগ্য হৃদরোগ তাকে আরও বেশি করে আক্রান্ত করে। তবে সেই রোগকে পরোয়া না করে বেশ কয়েক বছর ধরে তিনি বিভিন্ন জিনিস দিয়ে মূর্তি গড়ছেন।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
3/6
তিনি দাবি করেন, তিনি বেঁচে আছেন শিল্পের জন্য। তার নিত্য নতুন শৈল্পিক ভাবনা তাকে আরও নতুন প্রাণ দিয়েছে। শারীরিকভাবে জটিল রোগে আক্রান্ত হলেও, তিনি হেরে যাননি। জীবন যুদ্ধে ক্রমশ লড়ে যাচ্ছেন। ছোট থেকেই তিনি শারীরিকভাবে জটিল রোগে আক্রান্ত। সম্প্রতি তার অস্ত্রোপচারও হয়েছে। তবুও সারাটা দিন কাটে তার স্টুডিওতে। ছেনি হাতুড়ি কাঠ পাথর নিয়েই চর্চা তার। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে তার হাতে তৈরি একাধিক ভাস্কর্য। স্বাভাবিকভাবে শিল্পীর শিল্প নিপুনতা অবাক করবে সকলকে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
4/6
শিল্প নিপুনতায় ফুটিয়ে তুলছেন বিভিন্ন মনীষী, মানুষের প্রতিকৃতি। কাঠ দিয়ে তৈরি করছেন থিমের নানা জিনিস। কোথাও দল বেঁধে চলেছে হাতির পাল, কোথাও আবার মা সন্তানের ভালোবাসা। কাঠের তার হাতের তৈরি বিভিন্ন জিনিস বেশিরভাগই মা কেন্দ্রিক। মা সন্তানের ভালোবাসা ফুটে ওঠে তার শিল্পকর্মে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
5/6
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের সাঁকোয়া এলাকার বাসিন্দা ভাস্কর মনোজ সামন্ত। যৌথ পরিবারে থাকেন তিনি। বাড়িতেই করেছেন ছোট্ট স্টুডিও। সেখানেই প্রতিদিন চলে তার এই শিল্পের কাজ। কখনও ছেনি হাতুড়ি ঠুকে পাথরের কিংবা কাঠের বিভিন্ন প্রতিকৃতি, থিম এর কাজ ফুটিয়ে তোলেন তিনি। আবার কখনও ফাইবার কিংবা পাথরের বিভিন্ন মানুষ ও মনীষীর প্রতিকৃতি তৈরি করেন। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য স্তরের একাধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন। মিলেছে পুরস্কার। সম্প্রতি একাধিক সৃষ্টি মূলক কাজের অর্ডারও পারছেন তিনি।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
6/6
শারীরিক অসুস্থতা দমাতে পারেনি। চিকিৎসকেরা যে ছেলেটিকে বলেছিল ভারী কাজ পারবে না, সেই ছেলেটি প্রতিদিন নিখুঁত হাতে গড়ে একাধিক জিনিস। যে ধারণা নিয়ে সেই ছোটবেলায় শুরু এখনও নিয়মিত জীবনযুদ্ধে লড়াই করে করে চালিয়ে রেখেছেন তার শৈল্পিক কাজ। বিভিন্ন ক্ষেত্রে মিলেছে সম্মান। তবে প্রচার বিমুখ, অত্যন্ত মিষ্টিভাষী এই ভাস্করের হাতের কাজ ও শিল্প নিপুনতা মুগ্ধ করবে আপনাকে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Inspiration: ‘না’ নেই জীবন-অভিধানে! শারীরিক অসুস্থতা সঙ্গী করেই ছেনি-হাতুড়িতে কাঠের উপর কাব্য লেখেন তিনি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল