West Bengal Weather Updates: দিঘায় আকাশ কালো করে আসছে বৃষ্টি! তাপপ্রবাহের মধ্যেই রবিবার থেকেই রাজ্যের কোথায় কোথায় হবে বৃষ্টি? জানুন
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
West Bengal Weather Updates: তাপপ্রবাহে প্রাণ যায় যায় অবস্থা! হু-হু করে বাড়ছে গরম! তার মধ্যেই চরম স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর!
advertisement
1/10

৬ এপ্রিল শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দাবদাহ চলবে। বাঁকুড়া পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। লু সতর্কতা জারি হয়েছে পশ্চিমের চার জেলায়। বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলবে।(তথ্য: সৈকত শী)
advertisement
2/10
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দাবদাহ ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
advertisement
3/10
অন্যদিকে উত্তরবঙ্গে এদিনও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পার্বত্য অঞ্চল গুলিতে শিলাবৃষ্টি সহ ঝড়ো হাওয়া বইবে। উইকেন্ডে রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/10
বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ইতিমধ্যে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। দেশের অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন। দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলার পাশাপাশি অন্যান্য জেলায় চলছে তাপপ্রবাহ।
advertisement
5/10
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, জেলায় চলছে তাপপ্রবাহ। তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলায়। সব জেলায় শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া।
advertisement
6/10
দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে শনিবার দুপুরের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
7/10
পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। শেষ ২৪ ঘণ্টায় দিঘার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন ৬ এপ্রিল শনিবার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
advertisement
8/10
স্বাভাবিক এর থেকে প্রায় ২ ডিগ্রি বেশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। শুধু দিঘা নয় কাঁথি হলদিয়া তমলুক সহ সর্বত্রই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
advertisement
9/10
হলদিয়া কাঁথি ও তমলুকের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিিয়স এর উপরে। এদিন দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় দুপুরের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
10/10
উইকেন্ড থেকে আবহাওয়া বদল এর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বদলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার ও সোমবার। বৃষ্টির কারণে কিছুটা কমতে পারে তাপমাত্রা। তবে এদিন দাবদাহ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। (তথ্য: সৈকত শী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Updates: দিঘায় আকাশ কালো করে আসছে বৃষ্টি! তাপপ্রবাহের মধ্যেই রবিবার থেকেই রাজ্যের কোথায় কোথায় হবে বৃষ্টি? জানুন