TRENDING:

West Bengal Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝমঝমিয়ে ঝড়-বৃষ্টি আর কিছুক্ষণেই! আবহাওয়ার মেগা আপডেট

Last Updated:
West Bengal Weather Update: নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যে ওড়িশা অভিমুখী। এর ফলে ভারী বৃষ্টির আশঙ্কা কমলো বাংলায়৷ মৎস্যজীবীদের আজ, মঙ্গলবারও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গে।
advertisement
1/13
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝমঝমিয়ে ঝড়-বৃষ্টি আর কিছুক্ষণেই!
মা দুর্গা পা রাখার আগেই দক্ষিণবঙ্গে যেন বৃষ্টি ‘অসুর’ রূপ ধারণ করেছে। পুজোর আর মাত্র ক’দিন বাকি। মণ্ডপ-প্রতিমা তৈরির কাজ একে বারে শেষ পর্যায়ে। করোনা অতিমারির জন্য গত দু'বছর সে ভাবে পুজোয় ভিড় হয়নি। কিন্তু এ বছর বাজারে ভিড় লক্ষ করার মতো। এই পরিস্থিতিতে বৃষ্টির জেরে সমস্যায় পড়ছেন অনেকেই।
advertisement
2/13
আগামী ১-২ ঘণ্টার মধ্যে কলকাতা এবং হাওড়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
3/13
বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে অব্যাহত থাকতে পারে এবং আগামী ১-২ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশ প্রভাবিত করতে পারে। বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
4/13
মঙ্গলবার ভোর থেকেই দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
advertisement
5/13
সাগরে নিম্নচাপের প্রভাবে আগামী দিনে বৃষ্টি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
advertisement
6/13
উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সে কারণে ওই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
7/13
বৃষ্টির জেরে কলকাতায় খানিকটা স্বস্তি মিলেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
advertisement
8/13
নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যে ওড়িশা অভিমুখী। এর ফলে ভারী বৃষ্টির আশঙ্কা কমলো বাংলায়৷ মৎস্যজীবীদের আজ, মঙ্গলবারও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গে।
advertisement
9/13
আগামী ৪৮ ঘণ্টায় বর্ষার বিদায় পর্ব শুরু হবে দেশে। উত্তর পশ্চিম বঙ্গোসাগরের নিম্নচাপ ওড়িশা উপকূল হয়ে ওড়িশার উপর দিয়ে ছত্তিশগড়ের দিকে যাবে।
advertisement
10/13
আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বাড়াবে। এর প্রভাবে ওড়িশাতে কাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে ছত্তিশগড়ে।
advertisement
11/13
কলকাতায় আজ মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
12/13
আজ, মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
13/13
স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮.৮ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝমঝমিয়ে ঝড়-বৃষ্টি আর কিছুক্ষণেই! আবহাওয়ার মেগা আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল