TRENDING:

West Bengal Weather Update: কলকাতায় সামান্য নামল পারদ, আগামী কয়েকদিনে জাঁকিয়ে ঠান্ডা কি পড়বে? জেনে নিন

Last Updated:
কলকাতায় সামান্য নামল তাপমাত্রার পারদ। তবে উত্তুরে হাওয়া এখনও বাধা পাচ্ছে। ফলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা দেখছেন না আলিপুরের আবহাওয়াবিদেরা।
advertisement
1/7
কলকাতায় সামান্য নামল পারদ, আগামী কয়েকদিনে জাঁকিয়ে ঠান্ডা কি পড়বে? জেনে নিন
বৃষ্টি হচ্ছে দার্জিলিঙে ৷ হতে পারে তুষারপাতও। সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী দু'দিন সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বুধবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
2/7
এদিকে কলকাতায় সামান্য নামল তাপমাত্রার পারদ। তবে উত্তুরে হাওয়া এখনও বাধা পাচ্ছে। ফলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা দেখছেন না আলিপুরের আবহাওয়াবিদেরা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনেও তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়াই থাকবে।
advertisement
3/7
পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। দক্ষিণ-পূর্ব বাতাস বা পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আবহাওয়ার পরিবর্তন হতে পারে সপ্তাহের মাঝামাঝি।
advertisement
4/7
আগামী দু’দিন রাজ্যে কুয়াশার দাপট কিছুটা কম থাকবে। বুধবার থেকে শুক্রবার ফের কুয়াশার ঘনঘটা বাড়তে পারে। অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটার বা তার নীচে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গেও হালকা কুয়াশার সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা একটু বেশি।
advertisement
5/7
কলকাতায় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। আগামী পাঁচ দিনে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
6/7
সকালে খুব হালকা কুয়াশা। আগামী দু’দিন প্রায় একইরকম থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কুয়াশার সম্ভাবনাও বাড়বে।
advertisement
7/7
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: কলকাতায় সামান্য নামল পারদ, আগামী কয়েকদিনে জাঁকিয়ে ঠান্ডা কি পড়বে? জেনে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল