Weather Update: ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বদল! জাঁকিয়ে শীত, কত তাপমাত্রা হবে জানাল হাওয়া অফিস
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Weather Update: আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে, তাপমাত্রা ধীরে ধীরে কমবে। সপ্তাহান্তে শীতের আমেজ কিছুটা বাড়বে বলে জানা গিয়েছে।
advertisement
1/6

আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে, তাপমাত্রা ধীরে ধীরে কমবে। সপ্তাহান্তে শীতের আমেজ কিছুটা বাড়বে বলে জানা গিয়েছে।
advertisement
2/6
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পরবর্তী দু-তিন দিনে আরও কমে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে কলকাতার পারদ।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিনে অন্তত দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। সকালে শিশির এবং কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা, উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
4/6
পশ্চিমের জেলা বাঁকুড়া ও শ্রীনিকেতনে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিকের কাছাকাছি। আগামী তিন চার দিনে এই তাপমাত্রা কমে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে।
advertisement
5/6
উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ, আগামী তিন চার দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে এবং তারপর একই রকম থাকবে তাপমাত্রা।
advertisement
6/6
বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ সাধারণ গভীর নিম্নচাপে পরিণত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান। তামিলনাডু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে সমুদ্রে চল্লিশ কিলোমিটার গভীরে অবস্থান করছে। এখানেই সাধারণ নিম্নচাপ হয়ে আরও শক্তি ক্ষয় করবে সিস্টেম, এর কোন প্রভাব নেই বাংলাতে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বদল! জাঁকিয়ে শীত, কত তাপমাত্রা হবে জানাল হাওয়া অফিস