TRENDING:

West Bengal Weather Update: ভোটের দিন বৃষ্টির পূর্বাভাস উত্তরের পাঁচ জেলায়, দক্ষিণবঙ্গে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া !

Last Updated:
উত্তরে বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
1/7
ভোটের দিন বৃষ্টির পূর্বাভাস উত্তরের পাঁচ জেলায়, দক্ষিণবঙ্গে চরম গরম ও অস্বস্তি!
আজ, শুক্রবার নির্বাচনের দিন আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরে বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। উত্তরবঙ্গের নীচের তিন জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/7
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আগামিকাল, শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। গরম ও অস্বস্তি থাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
advertisement
3/7
চরম তাপপ্রবাহের সতর্কবার্তার মাঝেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। মঙ্গলবার সেই বৃষ্টি আরও একটু বাড়তে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
4/7
আজ, শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গ তীব্র দাবদাহে জ্বলবে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দফতরের সতর্কবার্তা প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে।
advertisement
5/7
দক্ষিণবঙ্গের আট জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাতেও তাপপ্রবাহের পূর্বাভাস।
advertisement
6/7
কলকাতায় আজ, শুক্রবার থেকে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। তাপপ্রবাহের পরিস্থিতি কলকাতাতেও। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের। আজ, শুক্রবার পরিষ্কার আকাশ। গরম ও অস্বস্তিতে কাটবে দিন। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।
advertisement
7/7
কলকাতায় আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: ভোটের দিন বৃষ্টির পূর্বাভাস উত্তরের পাঁচ জেলায়, দক্ষিণবঙ্গে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল