West Bengal Weather Update: নাছোড়বান্দা বৃষ্টি? উত্তরের সঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়জলের সতর্কতা আবহাওয়া দফতরের...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বড়দিনের মত বর্ষবরণেও জাঁকিয়ে শীত নয়। সন্ধ্যা-সকালে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় উষ্ণ-বর্ষ বিদায় দেখা যাবে এই রাজ্যে।
advertisement
1/7

বছর বিদায়ের মুখেও পিছু ছাড়ছে না বৃষ্টি। ব্যাকফুটে শীত। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। বছরের শেষে বৃষ্টির আশঙ্কা এই রাজ্যে। আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। আগামী কয়েক দিন বাড়বে তাপমাত্রা। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। সকালে কুয়াশার পূর্বাভাসও রয়েছে বাংলার আবহাওয়ায়।
advertisement
2/7
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বড়দিনের মত বর্ষবরণেও জাঁকিয়ে শীত নয়। সন্ধ্যা-সকালে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় উষ্ণ-বর্ষ বিদায় দেখা যাবে এই রাজ্যে। এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। তিন চার দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে অনুমান। আজ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবেই বাধা পাবে উত্তুরে হাওয়া। দাপট বাড়বে পুবালী হাওয়ার।
advertisement
3/7
রবিবার থেকেই আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে রাজ্যে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।
advertisement
4/7
বনহুগলী, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতেও। উত্তরবঙ্গে মঙ্গল ও বুধবার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি।বৃহস্পতিবারেও মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায়।
advertisement
5/7
প্রসঙ্গত, বৃষ্টি ও ঘূর্ণাবর্তের বৃষ্টিতে কেটেছে ২০২১। বছর শেষেও রেহাই নেই সেই বৃষ্টির হাত থেকে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া।
advertisement
6/7
জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করছে দুই পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়াও দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আর এর জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে ঠান্ডা হাওয়ার প্রবেশ। ফলে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা বাড়বে কয়েক ডিগ্রি।
advertisement
7/7
বুধবার থেকেই রাজ্যের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। রবিবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ ছিল কুয়াশাছন্ন। বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়ায়, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ। রবিবার শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি এবং ১৬ ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: নাছোড়বান্দা বৃষ্টি? উত্তরের সঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়জলের সতর্কতা আবহাওয়া দফতরের...