West Bengal Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, দেখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
1/9

পুজো দোরগোড়ায়। প্যান্ডেলে প্যান্ডেলে শুরু হয়ে গিয়েছে দর্শনার্থীদের ভিড়। এদিকে এরইমধ্যে বৃষ্টির ভ্রু-কুঞ্চন আকাশের গায়ে। মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও আদ্রতার মাত্রা জানান দিচ্ছিল বেশ। রোদের তাপে গলদঘর্ম অবস্থা হচ্ছিল রাজ্যবাসীর।
advertisement
2/9
তবে বেলা গড়ালে কালো মেঘে ঢাকতে শুরু করে শহর থেকে শহরতলি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
advertisement
3/9
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুজোর আগে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস।
advertisement
4/9
পুজোর আগে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ষষ্ঠীর দিন বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যার প্রভাবে সপ্তমী থেকে দশমী দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
advertisement
5/9
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দুই দিনাজপুরেও।
advertisement
6/9
পুজোর মধ্যে উত্তরের জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে। নবমী থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
7/9
দেশের অধিকাংশ রাজ্যে এই কয়েকদিনে প্রবল বৃষ্টি হচ্ছে৷ এই ওয়েদার আপডেটে ফের একবার মৌসম ভবন ট্যুইট করে জানিয়েছে ২৭ থেকে ৩০ তারিখ অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানম থেকে ২৬-২৮ সেপ্টেম্বরে তামিলনাড়ু, পুদুচেরিতে বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে৷
advertisement
8/9
এছাড়া আইএমডি ট্যুইট করে জানিয়েছে ২৬-২৮ তারিখ অসম, মেঘালয়ে বৃষ্টি হবে৷ ২৯-৩০ তারিখে আন্দামান দ্বীপসমূহ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি৷
advertisement
9/9
আইএমডি নিজেদের ডেইলি রিপোর্টে আগামী ৩ থেকে ৪ দিনে উত্তর পশ্চিম ভারতের কিছু এলাকায় মধ্য ভারতে কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করবে৷ এছাড়া আইএমডি অনুমান করেছে ২৭ তারিখ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম , ত্রিপুরাতে বৃষ্টির সম্ভবনা জারি রয়েছে৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, দেখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট