TRENDING:

West Bengal Weather Update: উত্তরে জেলায় জেলায় Red Alert! দক্ষিণে চরম অস্বস্তি, সপ্তাহান্তে বিরাট ভোলবদল আবহাওয়ার! লেটেস্ট ওয়েদার আপডেট

Last Updated:
West Bengal Weather Update: কখনও চড়া রোদ, কখনও মেঘ। কিন্তু বৃষ্টি নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দিনভর এমন আবহাওয়াই বজায় থাকবে। বিকেলের দিকে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।
advertisement
1/12
উত্তরে জেলায় জেলায় Red Alert! দক্ষিণে অস্বস্তি,সপ্তাহান্তে ভোলবদল আবহাওয়ার
একটানা ভারী বৃষ্টিতে নাস্তানাবুদ উত্তরবঙ্গ। নির্ধারিত সময়ের আগেই এই বছরে বর্ষা ঢুকেছে বঙ্গে। তবে উত্তরবঙ্গে দাপিয়ে পারফরম্যান্স দেখালেও দক্ষিণে সে বিলম্বিত। শুরু থেকে উত্তরের জেলাগুলি একটানা ভারী বৃষ্টিতে ভিজছে প্রায় গোটা মরশুমেই। টানা বৃষ্টির জেরে দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। জারি লাল সতর্কতা। 
advertisement
2/12
অন্যদিকে সময়ের থেকে দেরিতে বর্ষা প্রবেশ করলেও, মৌসুমী বায়ু সক্রিয় নয় দক্ষিণবঙ্গে। যার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত চরম অস্বস্তি থেকে এখনও মুক্তি পায়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গ।
advertisement
3/12
বুধবারেও সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কখনও চড়া রোদ, কখনও মেঘ। কিন্তু বৃষ্টি নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দিনভর এমন আবহাওয়াই বজায় থাকবে। বিকেলের দিকে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।
advertisement
4/12
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
5/12
অন্যদিকে অতিভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গ ভাসছে। বুধবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে এই জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।
advertisement
6/12
উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারীর বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের তিন জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায় আজও অতিভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
7/12
বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং-এর মত পার্বত্য এলাকা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মত সমতল এলাকাতে।
advertisement
8/12
আগামিকাল, বৃস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে। দার্জিলিং, কালিম্পং-সহ জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বৃষ্টি আরও কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
advertisement
9/12
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে সেই বৃষ্টি দফায় দফায় হলেও একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা কম।
advertisement
10/12
পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং কিছুটা মুর্শিদাবাদে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু-তিন দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি জারি থাকবে। তবে সপ্তাহান্তে বড় পরিবর্তন হবে দক্ষিণেও। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
11/12
কলকাতাতে আজ আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
12/12
বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হতে পারে। আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি কলকাতা শহরে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: উত্তরে জেলায় জেলায় Red Alert! দক্ষিণে চরম অস্বস্তি, সপ্তাহান্তে বিরাট ভোলবদল আবহাওয়ার! লেটেস্ট ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল