TRENDING:

West Bengal Weather Update: আজ থেকেই মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস, সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত চার জেলায়!

Last Updated:
আজ, মঙ্গলবার থেকেই বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই পর্বে বৃষ্টি হতে পারে।
advertisement
1/6
আজ মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস, সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?
সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত চার জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা, এমনকী হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভ্যালেন্টাইন্স ডে-র দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায়। বৃহস্পতিবার হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়েই।
advertisement
2/6
আজ, মঙ্গলবার থেকেই আংশিক মেঘলা আকাশ। কাল থেকে পুরোপুরি মেঘলা আকাশ। কমবে উত্তর-পশ্চিমের শীতল হওয়ার প্রভাব। বাড়বে দখিনা বাতাস ও পূবের বাতাসের দাপট। ইতিমধ্যেই বৃষ্টি শুরু পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বৃষ্টি হবে মধ্য ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এর প্রভাবে মধ্য ভারত ও পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টির প্রভাব পড়তে পারে বাংলাতেও।
advertisement
3/6
আজ, মঙ্গলবার থেকেই বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই পর্বে বৃষ্টি হতে পারে।
advertisement
4/6
বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেও। মালদহ ও দিনাজপুরে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। কলকাতায় বুধবার সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে-র দিন মেঘলা আকাশ । সন্ধ্যা ও রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা। পরের দিন বৃহস্পতিবার হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে।
advertisement
5/6
এদিকে রাতের তাপমাত্রা বাড়ল। আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ; আসবে উষ্ণতা। সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। কাল থেকে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা।
advertisement
6/6
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৪ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: আজ থেকেই মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস, সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত চার জেলায়!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল