West Bengal Weather Update: অল্প কিছুক্ষণেই ঝড়-বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের তিন জেলা! আবহাওয়ার এই মুহূর্তের আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: আরও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়।
advertisement
1/10

কলকাতায় সকালেই হয়েছে একপশলা ভারী বৃষ্টি। আরও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে অব্যাহত থাকতে পারে বলে সর্বশেষ আপডেটে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
2/10
একইসঙ্গে আগামী ১-২ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশকেও প্রভাবিত করতে পারে এই আবহাওয়ার লক্ষণগুলি। বজ্রপাতের সতর্কতা থাকায় মানুষজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
advertisement
3/10
হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত রাজ্যে। আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে জেলায় জেলায়। তবে তাপমাত্রা আজ সামান্য বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ও উড়িষ্যা সংলগ্ন জেলা গুলিতে শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
advertisement
4/10
রাজ্যজুড়ে বর্ষাকালেও গরম কালের অস্বস্তি। আগামী কয়েক দিন আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ওয়েদার আপডেট বলছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এ রাজ্যে। বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে।
advertisement
5/10
কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ। বজ্রবিদ্যুৎ-সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরে। তাপমাত্রা ৩৪ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে।
advertisement
6/10
আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৮.৪ মিলিমিটার।
advertisement
7/10
উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা মাঝারি বৃষ্টি হবে সর্বত্র। আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে।
advertisement
8/10
দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ও উড়িষ্যা সংলগ্ন জেলা গুলিতে শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে আগামী সপ্তাহে। তার জেরেই দক্ষিণবঙ্গের একাংশে সপ্তাহান্তে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
9/10
মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে রাজস্থান ও মধ্যপ্রদেশের ওপর অবস্থিত নিম্নচাপ এলাকার উপর দিয়ে অম্বিকাপুর ও বালাসোর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি অফ সোর অক্ষরেখা রয়েছে আরব সাগর উপকূলে। এই অক্ষরেখা গুজরাট থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। একটি গুণাবদ্ধ তৈরি হচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আগামী সপ্তাহে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে।
advertisement
10/10
পশ্চিমের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র, কচ্ছ ও মধ্য মহারাষ্ট্রের মুম্বই এবং ঘাট এলাকায়। আগামিকাল থেকে শনিবারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় এলাকাতে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ, ছত্রিশগড়-সহ মধ্য ভারতের একাংশ জুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা কর্ণাটক, কেরল এবং দক্ষিণ ভারতের তামিলনাডু, পন্ডিচেরি, করাইকাল এলাকাতে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: অল্প কিছুক্ষণেই ঝড়-বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের তিন জেলা! আবহাওয়ার এই মুহূর্তের আপডেট