West Bengal Weather Update: আরও বৃষ্টির সম্ভাবনা বঙ্গে? নাকি মিলবে স্বস্তি? জানুন কেমন যাবে এই সপ্তাহের আবহাওয়া...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather Update: উত্তর পশ্চিম ভারতে ধীরে ধীরে শুরু হবে শুষ্ক আবহাওয়া। উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।
advertisement
1/8

বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। হালকা মাঝারি বৃষ্টি সব জেলায়। আলিপুরদুয়ারে কোচবিহারে বৃষ্টি কিছুটা বেশি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। অপেক্ষাকৃত বেশি সম্ভাবনা মুর্শিদাবাদ ও বীরভূমে।
advertisement
2/8
অন্যদিকে, উত্তর পশ্চিম ভারতে ধীরে ধীরে শুরু হবে শুষ্ক আবহাওয়া। পরিস্থিতি অনুকূল আবহাওয়াবিদরা মনে করছেন কাল বুধবার উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। পশ্চিম রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তরপ্রদেশের কিছু অংশে এই বিদায় পর্ব শুরু হবে।
advertisement
3/8
পূর্ব বিহার ও সংলগ্ন এলাকার নিম্নচাপ শক্তি হারিয়েছে। উত্তরবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এটি তামিলনাডু উপকূল পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কর্নাটক উপকূল পর্যন্ত বিস্তৃত। এটি লাক্ষাদ্বীপের উপর দিয়ে গেছে।
advertisement
4/8
তবে স্বস্তির কথা ভারী বৃষ্টির আর সর্তকতা নেই উত্তরবঙ্গে। বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে। বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা।
advertisement
5/8
দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির কোনও সর্তকতা নেই আপাতত। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। সেই সম্ভাবনাও খুবই সামান্য। মুর্শিদাবাদ বীরভূমে দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। তাপমাত্রা বাড়বে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
6/8
কলকাতায় আজ থাকবে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
advertisement
7/8
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ১ ডিগ্রি ওপরে। জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯৫ শতাংশ।
advertisement
8/8
আগামী কয়েকদিন বৃষ্টি হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। ভারী বৃষ্টি হবে তামিলনাডু, কেরল, লাক্ষাদ্বীপ, কর্ণাটক, কঙ্কন, গোয়া ও মহারাষ্ট্রে। আজ কেরলে প্রবল বৃষ্টির সর্তকতা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে মধ্য মহারাষ্ট্রে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: আরও বৃষ্টির সম্ভাবনা বঙ্গে? নাকি মিলবে স্বস্তি? জানুন কেমন যাবে এই সপ্তাহের আবহাওয়া...