TRENDING:

West Bengal Weather Update: আগামী দু'দিন দক্ষিণবঙ্গের ৫ জেলায় জোরদার বৃষ্টিপাত! আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার জন্য আবহাওয়ার বিরাট Update

Last Updated:
West Bengal Weather Update: ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস ৫ জেলায়, কলকাতার আবহাওয়া যা হতে চলেছে জানুন আপডেট।
advertisement
1/9
আগামী দু'দিন দক্ষিণবঙ্গের ৫ জেলায় জোরদার বৃষ্টিপাত! কলকাতা আবহাওয়ার বিরাট Update
সোমবার থেকেই অশনির প্রভাব পড়তে শুরু করেছে বাংলায়। ভারী বৃষ্টি শুরু হয়েছে কয়েক জায়গায়। আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন পাঁচ জেলায়।
advertisement
2/9
আজ থেকেই শুরু হয়েছে দফায় দফায় ভারী বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত ঝড়ের সর্তকতা থাকছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন পাঁচ জেলায়। পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা ও নদিয়া, এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।
advertisement
3/9
আগামী দু'দিন কলকাতাতেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/9
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা।সতর্কতা হিসেবে আজ থেকে শুক্রবার পর্যন্ত পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি থাকছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা মন্দারমনি সহ বকখালির পর্যটকদের সতর্ক করা হয়েছে। সমুদ্রতটে যেতে নিষেধাজ্ঞা। সমুদ্রতীরবর্তী সমস্ত রকম বিনোদনমূলক খেলা ও কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।
advertisement
5/9
সতর্কতা হিসেবে আজ থেকে শুক্রবার পর্যন্ত পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি থাকছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা মন্দারমনি সহ বকখালির পর্যটকদের সতর্ক করা হয়েছে। সমুদ্রতটে যেতে নিষেধাজ্ঞা। সমুদ্রতীরবর্তী সমস্ত রকম বিনোদনমূলক খেলা ও কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।
advertisement
6/9
তবে মৌসম ভবন জানিয়েছে, আজই শক্তি হারাবে অশনি। গতিমুখ পরিবর্তন করে ফের সমুদ্রের ভেতরে ঢুকবে ঘূর্ণিঝড় অশনি। দু'দিনের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। এরপর অশনির ভবিষ্যৎ কী? অশনি কি এবার সমুদ্রে বিলীন হবে নাকি গতিমুখ পরিবর্তন করে ফের সমুদ্রের ভেতরে ঢুকবে ঘূর্ণিঝড়? সিস্টেমের উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।
advertisement
7/9
অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার খুব কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় অশনি। কাকিনাড়া থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি। বেলা বারোটা নাগাদ শক্তিশালী ঘূর্ণিঝড় সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর তীব্রতা অনেকটাই কমে আসবে।
advertisement
8/9
আজ রাতের মধ্যেই ক্রমশ বাঁক নেবে ঘূর্ণিঝড় অশনি। উত্তর-পশ্চিম অভিমুখ ছেড়ে উত্তর-উত্তরপূর্ব অভিমুখে এগোবে ঘূর্ণিঝড়।
advertisement
9/9
বৃহস্পতিবার এর মধ্যেই ঘূর্ণিঝড় আরও শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ বাংলাদেশ উপকূল থাকলেও অশনির ভবিষ্যতকে তা নিয়ে নিশ্চিত নন আবহাওয়াবিদরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: আগামী দু'দিন দক্ষিণবঙ্গের ৫ জেলায় জোরদার বৃষ্টিপাত! আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার জন্য আবহাওয়ার বিরাট Update
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল