West Bengal weather alert: শিগগিরই গরম থেকে স্বস্তি? তুমুল দুর্যোগে লন্ডভন্ড হতে পারে দক্ষিণবঙ্গ, সতর্ক করে দিল হাওয়া অফিস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
শনিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে৷ সেগুলি হল বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান৷
advertisement
1/7

আগামিকাল, শনিবার দিনভর অসহ্যকর গরমে নাকাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের৷ এমনই সতর্কতা দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর৷
advertisement
2/7
শনিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে৷ সেগুলি হল বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান৷
advertisement
3/7
তবে বিকেল এবং সন্ধ্যায় অবশ্য দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টিতে স্বস্তি পেতে পারেন দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বাসিন্দারা৷ সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া৷
advertisement
4/7
রবিবার অবশ্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
advertisement
5/7
এই জেলাগুলির কিছু অংশে রবিবার ঝড়ের সময় কয়েক মিনিটের জন্য ঘণ্টা ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে৷
advertisement
6/7
সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে।
advertisement
7/7
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal weather alert: শিগগিরই গরম থেকে স্বস্তি? তুমুল দুর্যোগে লন্ডভন্ড হতে পারে দক্ষিণবঙ্গ, সতর্ক করে দিল হাওয়া অফিস