West Bengal Weather Update: আরও সাত দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা, বাড়বে গরম, উইকেন্ডে চরমে উঠবে আবহাওয়া !
- Published by:Siddhartha Sarkar
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
আরও সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে তাপপ্রবাহ। চরম তাপপ্রবাহের লাল ও কমলা সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া এই পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। আবার বাড়বে তাপমাত্রা।
advertisement
1/4

এপ্রিল মাসের বাকি দিনগুলিতেও দাবদাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। ফের দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। বাদ যাবে না উত্তরবঙ্গও। আগামিকাল, অর্থাৎ শুক্রবার বৃষ্টি বাড়বে দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে।
advertisement
2/4
আরও সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে তাপপ্রবাহ। চরম তাপপ্রবাহের লাল ও কমলা সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া এই পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। আবার বাড়বে তাপমাত্রা।
advertisement
3/4
আগামী তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও তাপপ্রবাহ চলবে। মালদহ ও উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের তীব্রতা বেশি থাকবে। দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।
advertisement
4/4
আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না যেতে। কলকাতায় দিনভর রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। শুকনো গরম ও অস্বস্তি চরমে পৌঁছবে। আরও বাড়বে তাপমাত্রা। চলবে তাপপ্রবাহ; বেলা বাড়লে গরম হাওয়ার দাপট বাড়বে। উইকেন্ডে চরমে উঠবে আবহাওয়া ! আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: আরও সাত দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা, বাড়বে গরম, উইকেন্ডে চরমে উঠবে আবহাওয়া !