TRENDING:

West Bengal Weather Update: অতি গভীর নিম্নচাপের হুঙ্কার, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ৬০থেকে ৭০ কিমি বেগে ঝড়, ঝেঁপে বৃষ্টি!

Last Updated:
West Bengal Weather Update: অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। এই নিম্নচাপ বালাসোর ও সাগরদ্বীপের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে আজ সন্ধ্যায়। উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে ছত্রিশগড় অভিমুখে এগিয়ে যাবে নিম্নচাপ। এরপর ক্রমশ দুর্বল হয়ে পড়বে এই নিম্নচাপ।
advertisement
1/9
অতি গভীর নিম্নচাপের হুঙ্কার, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ৬০থেকে ৭০ কিমি বেগে ঝড়
অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। এই নিম্নচাপ বালাসোর ও সাগরদ্বীপের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে আজ সন্ধ্যায়। উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে ছত্রিশগড় অভিমুখে এগিয়ে যাবে নিম্নচাপ। এরপর ক্রমশ দুর্বল হয়ে পড়বে এই নিম্নচাপ। এমনটাই জানালেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা। ছবি : প্রতীকী।
advertisement
2/9
হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দুই বর্ধমানে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি।
advertisement
3/9
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উপকূল ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে আগামী ২৪ ঘণ্টায়। বইবে দমকা ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
4/9
অন্যদিকে পর্যটকদের নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দফতরের। আগামিকাল থেকে আবহাওয়ার উন্নতি হওযার সম্ভাবনা।
advertisement
5/9
আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। মূলত হালকা ও মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-এক পশলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায়। কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি।
advertisement
6/9
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় উপকূলে ঝড়ো হাওয়া বইবে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে। দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং আগামী ২-৩ ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাগুলিতে প্রভাব ফেলতে পারে।  প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা। ছবি : প্রতীকী।
advertisement
7/9
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার অতিভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার।
advertisement
8/9
বিকেল ৪টা পর্যন্ত বৃষ্টিপাতের নিরিখে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে উল্টোডাঙা এলাকায়, ১০ মিলিমিটার। অন্যদিকে সবথেকে কম বৃষ্টি হয়েছে চেতলা এলাকায়, ৪মিলিমিটার। ধাপা এলাকায় হয়েছে ৭ মিলিমিটার বৃষ্টিপাত।
advertisement
9/9
তপসিয়ায় ৮ মিলিমিটার, মানিকতলায় ৮ মিমি, দত্তবাগান ৫ মিলিমিটার, বীরপাড়া ৭ মিলিমিটার, পামেরবাজার ৯.৫ মিলিমিটার, বালিগঞ্জ - ৮ মিলিমিটার, মমিনপুর ৭ মিলিমিটার। যোধপুর পার্ক- ৭ মিলিমিটার। সাউদার্ন অ্যাভিনিউ - ৮ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: অতি গভীর নিম্নচাপের হুঙ্কার, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ৬০থেকে ৭০ কিমি বেগে ঝড়, ঝেঁপে বৃষ্টি!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল