TRENDING:

West Bengal Weather Update: টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলায়, সপ্তাহান্তে আরও বাড়বে বৃষ্টি

Last Updated:
উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আজ, বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
advertisement
1/6
টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলায়, সপ্তাহান্তে আরও বাড়বে বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ, বুধবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলায়। উত্তর এবং পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। সপ্তাহান্তে বৃদ্ধি পেতে পারে বৃষ্টি। তার জেরে উত্তরবঙ্গে তাপমাত্রা কমলেও দক্ষিণে এর কোনও সম্ভাবনা নেই।
advertisement
2/6
উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আজ, বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
advertisement
3/6
মূলত পরিষ্কার আকাশ, বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই রাজ্যে। উত্তরবঙ্গে দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
4/6
শুক্রবার থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সপ্তাহান্তে ঝড়-বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি বাড়বে ১০ এপ্রিল থেকে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে। পশ্চিমের জেলাগুলিতে সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
5/6
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। পশ্চিমের কিছু জেলার দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতও। কলকাতায় সকালের দিকে পরিষ্কার আকাশ হলেও বেলায় আংশিক মেঘলা আকাশ। আগামিকাল, বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই। চলতি সপ্তাহে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতাতেও। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
advertisement
6/6
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলায়, সপ্তাহান্তে আরও বাড়বে বৃষ্টি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল