Heavy Rain Alert West Bengal : ঘনিয়েছে নিম্নচাপ! তুমুল বৃষ্টিতে তোলপাড় বাংলার উত্তর-দক্ষিণ, আবহাওয়ার জরুরি খবর!
- Published by:Teesta Barman
- local18
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Forecast : উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
1/5

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা ওড়িশা উপকূলে নিম্নচাপ ক্রমশ ওড়িশার উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
2/5
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
advertisement
3/5
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। নদীর জল স্তর বাড়বে। অতিবৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে পার্বত্য এলাকায়।
advertisement
4/5
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একই থাকবে শনিবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়তে শুরু করবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
5/5
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম ও মুর্শিদাবাদের আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকালও ভারী বৃষ্টি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Heavy Rain Alert West Bengal : ঘনিয়েছে নিম্নচাপ! তুমুল বৃষ্টিতে তোলপাড় বাংলার উত্তর-দক্ষিণ, আবহাওয়ার জরুরি খবর!