West Bengal Weather Update: তুমুল বজ্রঝড়...! কাঁপিয়ে বৃষ্টির সতর্কতা! আগামী কয়েক ঘণ্টায় তুলকালাম দক্ষিণবঙ্গের ৫জেলায়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতার জেরে তছনছ হতে পারে দক্ষিণবঙ্গের এই জেলা
advertisement
1/11

আগামী দুই তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা। হুগলি জেলার জন্য সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
2/11
শুধু হুগলি নয়, আগামী দু'তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতেও সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
3/11
ঝড়-বৃষ্টির সতর্কতা হাওড়া ও কলকাতাতেও। হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস বলছে আর বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার ঝাপ্টা চলবে এই দুই জেলাতেও।
advertisement
4/11
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতার জেরে তছনছ হতে পারে দক্ষিণবঙ্গের এই জেলা। আগাম এমনই সতর্কবার্তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এই এলাকায় মানুষকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
advertisement
5/11
এদিকে গতকাল সন্ধে থেকেই কালবৈশাখীর পরিস্থিতি দেখা দেয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।
advertisement
6/11
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে। বুধবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।
advertisement
7/11
কলকাতায় আজ সকাল থেকেই মেঘলা ও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে শহরে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
8/11
এরইমধ্যে আইএমডি দু'দিনের জন্য 'হলুদ' সতর্কর্তা জারি করেছে। বলা হয়েছে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার বিভিন্ন এলাকায় ৩০-৪০ কিলোমিটার বেগে প্রবল হাওয়া সঙ্গী বজ্রপাত হবে৷
advertisement
9/11
অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, একই সময়ে মেঘালয়ের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আরএমসি সাতটি উত্তর-পূর্ব রাজ্যের বিচ্ছিন্ন জায়গায় বজ্রপাতের সতর্কতাও জারি করেছে। এদিকে তিনসুকিয়ার জেলা শনিবার রাতে শিলাবৃষ্টিতে জেলায় দুইজনের মৃত্যু হয়েছে।
advertisement
10/11
মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর টানে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।
advertisement
11/11
আগামী দু'দিনে ৩০ থেকে ৪০ কিলোমিলার বেগে হাওয়া বইবে সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। ৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে কলকাতায়। তবে সোম ও মঙ্গলবার তাপমাত্রা সামান্য কমলেও বুধবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: তুমুল বজ্রঝড়...! কাঁপিয়ে বৃষ্টির সতর্কতা! আগামী কয়েক ঘণ্টায় তুলকালাম দক্ষিণবঙ্গের ৫জেলায়