ফের ঘূর্ণাবর্ত, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতায় কবে থেকে শুরু দুর্যোগ? জেনে নিন আবহাওয়ার সাপ্তাহিক আপডেট!
- Published by:Tias Banerjee
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
রাজ্যে সক্রিয় বর্ষা। উত্তরবঙ্গে টানা বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস। দেখে নিন আবহাওয়ার আপডেট।
advertisement
1/8

রাজ্যে ফের সক্রিয় বর্ষা। একদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টির সতর্কতা, অন্যদিকে দক্ষিণবঙ্গেও বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে আগামী কয়েকদিনে।
advertisement
2/8
আবহাওয়া দফতর জানিয়েছে, এ সপ্তাহ জুড়ে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই সাবধান থাকতে বলছেন আবহাওয়াবিদেরা।
advertisement
3/8
আজ, রবিবার সকাল থেকেই রাজ্যের আকাশ মেঘলা। মৌসুমী অক্ষরেখা কাঁথি হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও আরও একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এ সপ্তাহেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/8
উত্তরবঙ্গে আজ থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
advertisement
5/8
অন্যদিকে, দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়বে। সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
6/8
নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
7/8
কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকবে, কোথাও কোথাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শহরজুড়ে। রোদ উঠলে অস্বস্তি আরও বাড়তে পারে।
advertisement
8/8
আজ রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ০.২ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ফের ঘূর্ণাবর্ত, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতায় কবে থেকে শুরু দুর্যোগ? জেনে নিন আবহাওয়ার সাপ্তাহিক আপডেট!